shono
Advertisement
Golf Green

গল্ফগ্রিনে কাটা মুন্ডুর পর রিজেন্ট পার্কে উদ্ধার মহিলার বাকি দেহাংশ, দ্রুত কিনারার পথে পুলিশ!

পুলিশি জেরায় ভেঙে পড়ে সমস্ত কথা স্বীকার করেছে'প্রেমিক', এমনই দাবি SIT সদস্যদের।
Published By: Sucheta SenguptaPosted: 05:09 PM Dec 14, 2024Updated: 05:41 PM Dec 14, 2024

নিরুফা খাতুন: গল্ফগ্রিনে কাটা মুন্ডু উদ্ধারের দেড়দিনের মধ্যেই মৃতার বাকি দেহাংশের হদিশ মিলল। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল নাগাদ গলফগ্রিনের অদূরে রিজেন্ট পার্ক এলাকা থেকে শরীরের বাকি দুটি অংশ উদ্ধার করা হয়েছে। SIT সদস্যদের দাবি, ধৃত আতিকুর লস্করকে গ্রেপ্তারের পর জেরার মুখে সে ভেঙে পড়ে। তারপরই স্বীকার করে যে দেহ লোপাটের জন্য তিন টুকরো করা হয়। মুন্ডুটি গল্ফগ্রিনের আস্তাকুঁড়েতে ফেলা হয়েছিল। বাকি দুটি অংশ রিজেন্ট পার্কে নিয়ে গিয়ে ফেলা হয়েছে। এরপরই তল্লাশি চালিয়ে রিজেন্ট কলোনি এলাকা থেকে উদ্ধার হয় মৃত খাদিজা বিবির বাকি দেহাংশ। 

Advertisement

শুক্রবার সাতসকালে গল্ফগ্রিনের আবর্জনা স্তূপ থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় দিনভর চাপা উত্তেজনা ছিল এলাকায়। তদন্তে গতি আনতে তিন থানা - গল্ফগ্রিন, রিজেন্ট পার্ক ও নেতাজি নগরের পুলিশ বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করে শুক্রবার রাতেই। আর সঙ্গে সঙ্গে কাজে নেমে দ্রুত ঘটনার কিনারার দিকে এগিয়ে যান তদন্তকারীরা। প্রথমে একটি মিসিং ডায়েরির সূত্র ধরে দক্ষিণ ২৪ পরগনা থেকে আতিকুর লস্করকে আটক করা হয়। পরে জানা যায়, সে-ই মৃত খাদিজা বিবির প্রেমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেন সিট সদস্যরা। 

শনিবার ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করেন ডিসি (এসএসডি) বিদিশা কলিতা ও  লালবাজারের হোমিসাইড টিম। পাশাপাশি আতিকুরকে জেরা করা হয়। পুলিশের দাবি, জেরায় সব স্বীকার করে সে। তার বয়ানের ভিত্তিতে তল্লাশি চালিয়ে রিজেন্ট কলোনি থেকে উদ্ধার হয় মহিলার দুটি পা। পুলিশের দাবি, আরও কিছু অংশ উদ্ধার হওয়া বাকি রয়েছে। এদিন সন্ধ্যায় ডিসি (এসএসডি) বিদিশা কলিতা সাংবাদিকদের মুখোমুখি হলেও এনিয়ে বিশেষ কিছু বলতে চাননি। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ''সব খতিয়ে দেখা হচ্ছে, তারপর এনিয়ে কিছু বলা সম্ভব।'' সবমিলিয়ে, এই ঘটনায় তদন্তকারী দল দ্রুত কিনারার দিকে এগোচ্ছে বলেই আশাবাদী সিট। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গল্ফগ্রিনে কাটা মুন্ডুর পর রিজেন্ট কলোনি এলাকা থেকে উদ্ধার মহিলার বাকি দেহাংশ।
  • ঘটনার দেড় দিনের মধ্যে SIT উদ্ধার করল বাকি দেহাংশ।
  • ধৃত 'প্রেমিক' আতিকুর লস্করকে জেরা করেই হদিশ মিলল।
Advertisement