shono
Advertisement

Panchayat Election 2023: পঞ্চায়েতে রাম-বাম জোট নিয়ে অস্বস্তিতে সিপিএম, মহাজোটের কথা মানতে নারাজ সেলিম

সীতারাম ইয়েচুরির উলটো কথা বলছেন মহম্মদ সেলিম।
Posted: 09:29 PM Jun 28, 2023Updated: 09:32 PM Jun 28, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: তৃণমূল বলছে, পঞ্চায়েতে নিচুতলায় রাম-বাম জোট দিনের আলোর মতো স্পষ্ট। এরই মধ্যে পাটনায় বিরোধীদের বৈঠকে বিজেপি বিরোধিতার সুর চড়ানোয় সিপিএমের ‘দ্বিচারিতা’ নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে পাটনা বৈঠকের অস্বস্তি এড়াতে বিজেপি বিরোধী মহাজোটের কথা মানতে চাইলেন না সিপিএম (CPIM) রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার কলকাতা প্রেস ক্লাবে ‘মিট দ‌্য প্রেস’ অনুষ্ঠানে এ প্রসঙ্গে সেলিমের (Mohammad Selim) দাবি, “পাটনার বৈঠক জোট গঠনের ছিল না। চব্বিশের লোকসভা ভোটের আগে সর্বভারতীয় ক্ষেত্রে জোট হবে না।”

Advertisement

প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে ১৭টি দলের মহাজোট নিয়ে আলোচনা হয়েছে পাটনার বৈঠকে। ন্যূনতম কর্মসূচি সামনে রেখে ২০২৪ সালের লোকসভা ভোট লড়বে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী চাই। আঞ্চলিক দলকে তার রাজ্যে গুরুত্ব দিতে হবে। দুটি ফর্মুলাই গৃহীত হয়েছে পাটনায় অনুষ্ঠিত হওয়া বৈঠকে। বিজেপি বিরোধী সেই ফর্মুলার বাস্তবায়ন করতে জুলাইয়ে সিমলায় জোটের পরবর্তী নীতি নির্ধারণ বৈঠক। নীতীশ কুমার আশাপ্রকাশ করেছেন, বৃহত্তর রূপ নেবে মহাজোট।

[আরও পড়ুন: সিমলার বৈঠকেই আসনরফা নিয়ে প্রাথমিক আলোচনা বিরোধীদের! আলোচনা একাধিক রাজ্য নিয়ে]

বিজেপির বিরুদ্ধে এই মহাজোট নিয়ে একমত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও (Sitaram Yechuri)। কিন্তু ওই বৈঠকে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী কোনও মহাজোট হয়নি বলেই এদিন দাবি করেছেন বঙ্গ সিপিএমের সম্পাদক। তাঁর দাবি, এভাবে জোট করে দেশে কোনও সরকার হয়নি। রাজনৈতিক মহলে প্রশ্ন, পাটনার বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীকে। এই ছবি কি বঙ্গ রাজনীতিতে কংগ্রেসের পাশাপাশি সিপিএমকেও অস্বস্তিতে ফেলছে? তাই কি বিজেপি বিরোধী মহাজাটের কথা মানতে নারাজ সেলিম? রাজ‌্য সিপিএমের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলও।

[আরও পড়ুন: মুম্বইয়ের ভার্সোভা-বান্দ্রা ব্রিজ হল ‘বীর সাভারকর সেতু’, হিন্দুত্বেই ভরসা রাখছে বিজেপি]

পঞ্চায়েতে নিচুতলায় বিজেপির সঙ্গে বামেদের জোটের বিষয়টি এদিন কার্যত এড়িয়ে সেলিমের দাবি,‘‘নেতা নয়, মানুষ এক হচ্ছে। দেখাতে পারবেন না সেলিম-অধীর-নৌশাদ হাত মিলিয়ে আছে। বামফ্রন্ট ও তাদের সহযোগী দল ছাড়া আর কোনও জোট হয়নি। মানুষের জোট হচ্ছে।’’ চব্বিশে কতটা আশাবাদী বামেরা? সিপিএম রাজ‌্য সম্পাদকের দাবি,”রাজনৈতিক পরিস্থিতি বদল হয়। আগে থেকে কিছু বলা যায় না। পঞ্চায়েত থেকেই মোড় ঘুরবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement