shono
Advertisement

Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দিনভর টানাপোড়েন, ফের কেন্দ্রকে চিঠি দিতে পারে কমিশন

রবিবারের মধ্যে বাহিনী মোতায়েন না হলে ফের মামলার হুঁশিয়ারি শুভেন্দুর।
Posted: 09:04 PM Jun 24, 2023Updated: 09:05 PM Jun 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাই কোর্টের রায়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসছে। কিন্তু সেই বাহিনীর পরিমাণ এবং মোতায়েন নিয়ে কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) দুই শিবিরই বেশ চাপে। আসলে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই আবেদন পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আপাতত ৩১৫ কোম্পানি বাহিনী পাঠাবে বলে জানিয়েছে।

Advertisement

বাদবাকি বাহিনী কবে আসবে সেটা জানতে চেয়ে ফের কেন্দ্রকে চিঠি লেখে রাজ্য নির্বাচন কমিশনার। কিন্তু শনিবার রাত ৯টা পর্যন্ত কোনও উত্তর আসেনি সেই চিঠির। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha) এদিন জানিয়েছেন, শনিবার রাত পর্যন্ত কেন্দ্রের জবাবের জন্য অপেক্ষা করা হবে। কোনও জবাব না এলে আমরা ‘অ্যাকশন’ নেব। কী অ্যাকশন? মনে করা হচ্ছে, বাহিনী পাঠানো নিয়ে কেন্দ্র কোনও জবাব না দিলে রবিবার ফের চিঠি লেখা হতে পারে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ কেন্দ্রর উপর চাপ বজায় রাখছেন রাজীব সিনহারা।

[আরও পড়ুন:ভিস্তারার বিমানে ‘হাইজ্যাক’ হুমকি যাত্রীর! গ্রেপ্তার অভিযুক্ত]

এদিকে, কেন্দ্র যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে সেটা কোথায় মোতায়েন করা হবে সেটা এখনও জানাতে পারেনি কমিশন। ফলে বাহিনীর কর্তারা মহা ধন্দে রয়েছেন। শনিবার দুপুরে দুটি কেন্দ্রীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় কর্তা রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এসে বৈঠক করেন। তাঁরা কমিশনের কাছে জানতে চেয়েছেন, কবে কোথায় বাহিনী পাঠাতে হবে তা যেন লিখিত ভাবে জানানো হয়। যাতে সেই মতো তাঁরা বাহিনী পাঠাতে পারেন, এবং তাঁদের পরিবহণের ব্যবস্থা করতে পারেন।

[আরও পড়ুন:আনন্দ বদলে গেল বিষাদে, বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৫ জনের]

কিন্তু সমস্যা হল হাই কোর্টের (Calcutta High Court) রায়ে তড়িঘড়ি বাহিনী চাইতে হলেও কমিশন এখনও ঠিক করতে পারেনি, বাহিনী কীভাবে ব্যবহার করা হবে, বা তাঁদের কোথায় কীভাবে রাখা হবে। প্রায় ৮০ হাজার জওয়ান এলে তাঁদের থাকার ব্যবস্থা করাটাও কঠিন কাজ, যা রাতারাতি সম্ভব নয়। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সুনির্দিষ্ট জবাব এখনও দিতে পারেনি কমিশন। এসবের মধ্যে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, রবিবারের মধ্যে বাহিনী মোতায়েন না হলে ফের মামলা করবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement