রূপায়ন গঙ্গোপাধ্যায়: রানাঘাটে নামতেই পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কপ্টার। ঘন কুয়াশার জেরে কপ্টার নামতে সমস্যা। এরপরেই কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় প্রধানমন্ত্রীর কপ্টার। যা খবর, কলকাতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন তিনি। সেখানেই উচ্চপর্যায়ের একটি বৈঠক হচ্ছে বলে খবর। সড়কপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাহেরপুর পৌঁছাবেন নাকি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন তা নিয়েই ওই বৈঠকে আলোচনা চলছে বলে খবর। অন্যদিকে সময় যত গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে সভাস্থলে। সেখানে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা।
মতুয়াগড় তাহেরপুরে আজ শনিবার জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভা করার কথা রয়েছে। এসআইআরে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় একাধিক মতুয়ার নাম বাদ পড়েছ। নতুন করে উদ্বাস্তু হওয়ার শঙ্কায় সেখানকার মানুষরা। এই অবস্থায় এদিনে প্রধানমন্ত্রীর সভা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা সেদিকেই সবার নজর।
সেই সভায় যোগ দিতেই কলকাতা বিমানবন্দর থেকে কপ্টার তাহেরপুরে রওনা হন। কিন্তু সকাল থেকেই এদিন শীতের আমেজ। বেলা বাড়লেও কমেনি কুয়াশার দাপট। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রানাঘাট। অনেকটাই নেমে গিয়েছে দৃশ্যমানতা। যা খবর, নিরাপত্তার কথা ভেবেই এদিন কলকাতায় ফিরে আসে মোদির কপ্টার। এই প্রসঙ্গে সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, খারাপ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই তিনি অপেক্ষা করছেন। সভাস্থলে আশা মানুষদের প্রতি বিরোধী দলনেতার আশ্বাস, নিশ্চিতভাবে মোদির কণ্ঠস্বর মানুষ শুনতে পাবেন। অন্যদিকে প্রটোকল মেনে ফের একবার বিমানবন্দরে গিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
