স্টাফ রিপোর্টার: রাজ্য সিপিএমের (CPIM) আরেক তরুণ নেতাকে বহিষ্কার করা হল মহিলা ঘটিত অভিযোগে। রাজ্য কমিটির ওই সদস্যের নাম ইন্দ্রজিৎ ঘোষ। শুক্রবার আলিমুদ্দিন পার্টির রাজ্য কমিটির বৈঠকে যখন ওই নেতাকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, তখন বৈঠকে উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ।
বৈঠকে সেলিম জানান, দলের তদন্ত কমিটিতে যে অভিযোগ জমা পড়েছিল, তার ভিত্তিতে সেই অভ্যন্তরীণ তদন্ত কমিটি (আইসিসি) বহিষ্কারের সুপারিশ করেছে। সিটু নেতা ছিলেন ইন্দ্রজিৎ। কলকাতা জেলা পার্টির কোটায় তিনি গত রাজ্য সম্মেলনে কমিটির সদস্য হয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত অসদাচরণ সামনে আসে। ইন্দ্রজিৎ সিটুর অ্যাপ ক্যাব সংগঠনের দায়িত্বে ছিলেন। এসএসসি চাকরি প্রার্থী মঞ্চেরও সমন্বয়ক ছিলেন। আগে পার্টির যুব সংগঠন ডিওয়াইএফআই করতেন।
প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর পর মহিলাঘটিত কেলেঙ্কারির অভিযোগে বহিষ্কৃত হলেন সিটু নেতা ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের বিরুদ্ধে বেলঘরিয়ার এক তরুণী সিপিএম (CPIM) কর্মীর অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন ইন্দ্রজিৎ। অভিযোগকারিণীর বাবা ও মা-ও পার্টির সদস্য। চাকরি প্রার্থীদের আন্দোলনে সিপিএমের মুখ হিসাবে হাজির থাকা ইন্দ্রজিতের বহিষ্কারের ঘটনায় পার্টির মান নেমে যাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।
