shono
Advertisement

Breaking News

Maa Flyover

মুখ্যমন্ত্রীর ধমকেই কাজ, মা উড়ালপুলে উঠল বাইকের নিষেধাজ্ঞা

মা উড়ালপুলে বাইক যাতায়াতের উপর পুলিশি নিষেধাজ্ঞা নিয়ে বৃহস্পতিবার ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
Published By: Sayani SenPosted: 08:04 PM Jan 03, 2025Updated: 08:34 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই হল কাজ। মা উড়ালপুলে বাইক যাতায়াতের ক্ষেত্রে উঠল নিষেধাজ্ঞা। এবার থেকে সারাদিন এমনকী রাতেও মা উড়ালপুল দিয়ে বাইক যাতায়াত করতে পারবে। তবে বাইকের গতি নিয়ন্ত্রণ করা হবে। যদি কোনও বাইক চালক নির্ধারিত গতি না মেনে যাতায়াত করেন, তবে সেক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

Advertisement

মা উড়ালপুলে বারবার দুর্ঘটনা ঘটছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত প্রায় সকলে। সম্প্রতি নগরপাল মনোজ ভার্মাও মা ফ্লাইওভারের দুর্ঘটনা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। উড়ালপুলের যান্ত্রিক দিক খতিয়ে দেখা হবে বলেই জানান তিনি। এরপরই মা উড়ালপুলে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।

নতুন বছরে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মা উড়ালপুলে বাইক যাতায়াতের উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিষেধাজ্ঞার পুলিশি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি। বলেন, "সন্ধ্যার পর মা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের কেবল একটাই কাজ, বন্ধ করে দেওয়া। কোনও ভিআইপি গেলে বাড়িঘর, দোকানপাট সব বন্ধ করে দেয়। সেসব চালু রেখে কি করা যায় না? মা ফ্লাইওভার, এজেসি বোস রোডে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগ বেঁধে দিতে হবে। ফাঁকা জায়গা ব্লক করতে হবে যাতে কেউ গাড়ি না ঘোরাতে পারেন।" মুখ্যমন্ত্রীর ধমকের পরই সিদ্ধান্ত বদল। মা উড়ালপুলে ফের চালু হল বাইক চলাচল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মা উড়ালপুলে বাইক যাতায়াতের উপর পুলিশি নিষেধাজ্ঞা নিয়ে বৃহস্পতিবার ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
  • মুখ্যমন্ত্রীর ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই হল কাজ। মা উড়ালপুলে বাইক যাতায়াতের ক্ষেত্রে উঠল নিষেধাজ্ঞা।
  • তবে বাইকের গতি নিয়ন্ত্রণ করা হবে।
Advertisement