shono
Advertisement
Calcutta HC

বিচারকের বিরুদ্ধেই অভিযোগ নিয়ে আদালতে পুলিশ

অভিযোগ, পুলিশ সুপারকে এক্তিয়ার-বহির্ভূতভাবে তলব করছেন বিচারক।
Published By: Paramita PaulPosted: 02:08 PM Jun 20, 2024Updated: 04:59 PM Jun 20, 2024

গোবিন্দ রায়: নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন পুলিশ সুপার। অভিযোগ, আইন বহির্ভূতভাবে দায়রা আদালতেক বিচারক তাঁকে তলব করছেন। যদিও হাজিরা দেননি তিনি। পালটা হাই কোর্টের দ্বারস্থ হন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব।

Advertisement

আদালত সূত্রের খবর, ঘটনার সূত্রপাত একটি জামিন সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে। ওই মামলায় পুলিশের কাজে অসন্তুষ্ট হন চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক। তার পরই মালদহের পুলিশ সুপারকে তলব করেন বিচারক। তাতে বেজায় চটেছিলেন পুলিশ সুপার।

[আরও পড়ুন: মানসিক নির্যাতনের শিকার চালকরা! বিস্ফোরক ‘অভিশপ্ত’ মালগাড়ির সহকারী চালকের স্ত্রী]

অভিযোগ, পুলিশ সুপারকে এক্তিয়ার-বহির্ভূতভাবে তলব করছেন বিচারক। তাঁর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের আবেদনের সাড়া দিয়ে বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ চাঁচল আদালতের বিচারকের ওই নির্দেশ খারিজ করে দেন। হাই কোর্টের পর্যবেক্ষণ, যেভাবে পুলিশ সুপারকে ডেকে পাঠিয়েছেন বিচারক, তা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement