shono
Advertisement
Salt Lake

অমিল একশো দিনের টাকা, সল্টলেকে বিজেপি দপ্তরে বিক্ষোভ শ্রমিক সংগঠনের, শান্ত করলেন শমীক

বিজেপি অফিসে ডেপুটেশন দিলেন বিক্ষোভকারীরা।
Published By: Suhrid DasPosted: 04:05 PM Jan 11, 2025Updated: 04:49 PM Jan 11, 2025

বিধান নস্কর, বিধাননগর: কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা কেন পাওয়া যাচ্ছে না? তিন বছর থেকে বাংলা প্রাপ্য একশো দিনের টাকা থেকে বঞ্চিত। সেই প্রশ্ন তুলে সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরের সামনে চলল বিক্ষোভ। একের পর এক স্লোগানে চাপ বাড়ানো হল বঙ্গ বিজেপির নেতাদের উপর।

Advertisement

শনিবার বেলায় সল্টলেক সেক্টর ফাইভে বিজেপি অফিসের সামনে জড়ো হন পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি, শ্রমজীবী মহিলা সমিতি-সহ একাধিক সংগঠনের প্রায় ১০০ জন। 'তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ কেন বিজেপি সরকার জবাব দাও।' এই স্লোগান তোলা হয়। বিক্ষোভের কারণে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছিল। সেসময় বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ওই অফিসের সামনে গিয়ে পৌঁছন। তাঁর উদ্দেশেও বিক্ষোভকারীরা স্লোগান তুলতে থাকেন।

সাময়িক মেজাজ হারান শমীকও। বিক্ষোভকারীদের এই দাবি নিয়ে নবান্নে যেতে পালটা উপদেশ দেন তিনি। বলেন, "এটা কোনও সরকারি দপ্তর নয়, এটা বিজেপির কার্যালয়।" তাঁর পালটা অভিযোগ, বিক্ষোভকারীদের এখানে কোনও রাজনৈতিক দল পাঠিয়েছে। পুলিশ যদি বিক্ষোভকারীদের না সরায়, তাহলে তাঁরাই সরিয়ে দেবেন। সেই কথাও বলা হয়। এরপরেও বিক্ষোভকারীরা দমে না গিয়ে, আরও বেশি স্লোগানিং শুরু হয়। বিক্ষোভকারীরা বিজেপি নেতৃত্বের কাছে ডেপুটেশন দেওয়ার দাবিও তুলেছিলেন।

বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য তাঁদের সঙ্গে কথা বলতে রাজি হন। বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে পাঁচজন কথা বলার জন্য ভিতরে যান। সাংসদের কাছে ডেপুটেশন দেওয়া হয়। পরে শমীক ভট্টাচার্য দপ্তরের বাইরে এসে কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এই দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে কী জানানো হয়, তা আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে জানিয়ে দেবেন।

রাজ্যে কেন্দ্রের একশো দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ। তৃণমূল সরকার একাধিকবার এই বিষয়ে আবেদন করেছে কেন্দ্রের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত একশো দিনের কাজের টাকা পেতে জোরালো দাবি তুলেছেন। তারপরেও কেন্দ্রীয় সরকার সেই প্রাপ্ত টাকা দেয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একশো দিনের কাজের টাকা কেন পাওয়া যাচ্ছে না?
  • তিন বছর থেকে বাংলা প্রাপ্য একশো দিনের টাকা থেকে বঞ্চিত।
  • সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরের সামনে চলল বিক্ষোভ।
Advertisement