shono
Advertisement
RG Kar

আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের সঙ্গে দুর্নীতি যোগ! হাই কোর্টের সম্ভাবনার কথা বলল CBI

হাই কোর্টে সিবিআই জানাল, এ বিষয়ে প্রমাণ জোগাড়ের জন্য তদন্ত চলছে।
Published By: Sucheta SenguptaPosted: 08:21 PM May 15, 2025Updated: 08:26 PM May 15, 2025

গোবিন্দ রায়: আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের সঙ্গে দুর্নীতি যোগের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কলকাতা হাই কোর্টে আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আফসার আলি খান, সুমন হাজরা এবং বিপ্লব সিনহার জামিন মামলায় চাঞ্চল্যকর অভিযোগ তুলল সিবিআই। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে একটি রিপোর্টও জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা এই মামলায় নতুন মোড় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার ও অমাজিৎ দে হাই কোর্টে জানান, আর জি করে ধর্ষণ-খুনের সঙ্গে দুর্নীতি যোগের প্রবল সম্ভাবনা আছে। নির্যাতিতার মৃত্যুর ঘটনা সঙ্গে সন্দীপ-ঘনিষ্ঠ আফসার আলি খান, সুমন হাজরা, বিপ্লব সিনহার তিনজনেরও যোগ থাকতে পারে বলে উল্লেখ করে সিবিআই। জানানো হয়, তবে তদন্ত চলছে, প্রমাণ জোগাড় করছে তদন্তকারী সংস্থা। তার প্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন, ৩ টি জামিনের আবেদন একযোগে শুনানি করবে আদালত।

ইতিমধ্যেই আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় পরবর্তী ২০০টি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা। শিয়ালদহ আদালতে স্ট‍্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। ওই রিপোর্টে সিবিআই উল্লেখ করেছে, আর জি কর ধর্ষণ-খুন কাণ্ডে নতুন করে ১২ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এবার সরাসরি ধর্ষণ-খুনের সঙ্গে এই দুর্নীতির সম্ভাবনার কথা জানাল সিবিআই। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডে আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর ঘনিষ্ঠ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য সন্দীপ ঘোষকে ধর্ষণ-খুন কাণ্ডেও গ্রেপ্তার হতে হয়। এবার সিবিআইয়ের দাবি, এই দুই ঘটনার মধ্যে যোগ আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি করে তরুণী চিকিৎসকদের ধর্ষণ-খুনের সঙ্গে আর্থিক দুর্নীতির যোগ।
  • কলকাতা হাই কোর্টে নতুন দাবি সিবিআইয়ের।
Advertisement