ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আর জি করের নৃশংস ঘটনার ধাক্কায় অনেকটাই মুছে গিয়েছে রাজনৈতিক বিভেদ। দলমত নির্বিশেষে সকলেই নেমেছেন প্রতিবাদে। তারই এক নজির দেখা গেল আজ, সোমবার। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে গিয়ে তাঁকে রাখি পরালেন কংগ্রেসের প্রতিনিধিরা। উল্লেখ্য, এই ঘটনায় সোশাল মিডিয়া পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূলের সাংসদকে একাধিকবার তলব করেছে লালবাজার (Lalbazar)। গ্রেপ্তারির আশঙ্কায় তিনি সোমবারই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। এর পরই তাঁর পাশে দাঁড়াতে রাখির দিন বাড়িতে গেল প্রদেশ কংগ্রেসের (WBPCC) সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্ব এক প্রতিনিধিদল।
সোমবার দুপুর নাগাদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) যোধপুর পার্কের বাড়িতে পৌঁছে যান আশুতোষ চট্টোপাধ্যায় ও যুব কংগ্রেসের একাধিক সদস্যরা। তাঁদের হাতে 'জাস্টিস ফর আর জি কর' লেখা রাখি। কালো রঙের উপর সাদায় লেখা রাখির (Rakhi)অঙ্গীকার। এনিয়ে আশুতোষ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ''আমরা আজকের দিনে সুখেন্দুশেখর রায়ের বাড়ি যাওয়ার কর্মসূচি রেখেছিলাম। আমাদের এক মহিলা সদস্য তাঁকে রাখি পরিয়েছেন। তবে এর মধ্যে কোনও রাজনীতি নেই। এমন নৃশংস ঘটনায় এগিয়ে এসে প্রতিবাদের সুর জোরাল করেছেন উনি। আমরা তাঁর সুরে সুর মিলিয়েই বলতে চাই, কোনও রাজনৈতিক প্রভাব ছাড়া, স্বচ্ছতার সঙ্গে তদন্ত এগিয়ে চলুক এ বিষয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অধীর চৌধুরীরা। তাঁরাও এই ঘটনায় গর্জে উঠেছেন।''
[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদে তুমুল উত্তেজনা হাই কোর্টে, বচসায় কল্যাণ-সায়ন]
এদিকে, আর জি কর (RG Kar Hospital) ইস্যুতে প্রতিবাদ আরও জোরাল করতে আবারও মিছিলের ডাক দিয়েছে নাগরিক প্রতিরোধ মঞ্চ। রাখিবন্ধন দিবসকে সামনে রেখে 'মেয়েদের রাত দখলে'র ডাক দেওয়া বিভিন্ন সংগঠন আরও সংঘবদ্ধ হয়ে নতুন স্লোগান তুলেছে - 'উর্দ্ধে তুলি বজ্র মুঠি, দৃপ্ত শ্লোগান তুলুক ঝড়/ ভায়ের হাতে দিদির রাখী, বিচার চায় আর.জি.কর।'' সোমবার সন্ধে থেকে অন্তত ২০ জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। তাতে অংশ নেবে পড়ুয়া মহল ও নাগরিক সমাজের একটা বড় অংশ।