shono
Advertisement
RG Kar

সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতার বদলি, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্যভবনের

আর জি কর হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন।
Published By: Subhankar PatraPosted: 09:18 PM Jan 30, 2025Updated: 09:54 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলবন্দি সন্দীপ ঘোষ। সবকিছু ঠিক থাকলে আর্থিক দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ট্রায়াল শুরু হবে। এবার আর জি কর হাসপাতাল থেকে অন্যত্র বদলি করা হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষকে।মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন। এবার বেলেঘাটা আইডি হাসপাতালে এক পদই পাচ্ছেন তিনি। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্যভবন। 

Advertisement

আর জি কর কাণ্ড সামনে আসার পর সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে।হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন তিনি। তার আগে একাধিকবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ও ইডি। সে সময় সন্দীপের পাশাপাশি তাঁর স্ত্রীর সম্পত্তি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছিলেন ইডির অফিসাররা। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, তল্লাশিতে তাঁরা জানতে পেরেছিল সন্দীপ ও তাঁর স্ত্রী সঙ্গীতা রাজ্য সরকারের কাছ থেকে যথাযথ অনুমোদন ছাড়াই দুটি সম্পত্তি কিনেছিলেন। আরও একটি সম্পত্তি সঙ্গীতার নামে সন্দীপ কিনেছিলেন। তবে সেটির অনুমোদন ছিল। সন্দীপের নাম বিভিন্ন মামলায় জড়ালেও সঙ্গীতাকে গ্রেপ্তার করেনি কোনও তদন্তকারী সংস্থাই।

এদিকে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণ মামলায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে জামিন পেয়েছেন সন্দীপ। তবে আর্থিক দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশের সরকারি অনুমতিও মিলেছে। এবার বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জেলবন্দি সন্দীপ। সবকিছু ঠিক থাকলে আর্থিক দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ট্রায়াল শুরু হবে।
  • এবার আর জি কর হাসপাতাল থেকে অন্যত্র বদলি করা হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষকে।
  • মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন। এবার বেলেঘাটা আইডি হাসপাতালে এক পদই পাচ্ছেন তিনি।
Advertisement