shono
Advertisement

Breaking News

RG Kar

সন্দীপকে লক্ষ্য করে 'চোর' স্লোগান! 'দুর্নীতিতে জড়িত অনেকে', আদালতে দাবি CBI-এর

আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত ৪ জনকেই এদিন পেশ করা হবে আদালতে।
Published By: Tiyasha SarkarPosted: 03:52 PM Sep 03, 2024Updated: 04:34 PM Sep 03, 2024

অর্ণব আইচ: নিজাম প্যালেস থেকে বের হতেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লক্ষ্য করে উঠল চোর স্লোগান। ক্ষোভে ফেটে পড়ল আমজনতা। আদালতে পৌঁছে ফের বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ। কোনওক্রমে প্রবেশ করেন ভিতরে। আদালতে সিবিআইয়ের দাবি, দুর্নীতির ঘটনায় জড়িত আরও অনেকে। 

Advertisement

পর পর ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধ্যায় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। তবে তা তরুণী ধর্ষণ ও খুনের মামলায় নয়, আর্থিক দুর্নীতিতে। গ্রেপ্তারের পর রাতভর নিজাম প্যালেসে ছিলেন সন্দীপ। মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ সন্দীপকে নিয়ে নিজাম প্যালেস থেকে বের হন সিবিআই আধিকারিকরা। ধৃতকে দেখামাত্রই চোর স্লোগান তোলে আমজনতা। তাঁর শাস্তির দাবি জানান। আলিপুর আদালতে পৌঁছে ফের বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ। সেখানও ওঠে চোর স্লোগান। 

[আরও পড়ুন: ‘আমার পিছনে লোক ঘুরছে’, ভিডিও কলে খুনের আশঙ্কার পরই ট্রেনে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের!]

বিক্ষোভের মুখে পিছনের দরজা দিয়ে সন্দীপ-সহ ধৃত ৪ জনকে আদালতের ভিতরে নিয়ে যায় সিবিআই। মাস্ক পরা অবস্থায় কাঠগড়ায় তোলা হয় সন্দীপকে। তখনই তাঁর মাস্ক খোলার দাবি ওঠে। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কোর্ট রুম। বাধ্য হয়ে মাস্ক খুলতে বাধ্য হন সন্দীপ। শুনানি চলাকালীন আদালতে সিবিআই দাবি করে, দুর্নীতির পিছনে রয়েছে আরও অনেকে। রহস্যভেদের জন্য সন্দীপকে ১০ দিনের জন্য হেফাজতে চাওয়া হয়। ধৃত ৪ জনকেই ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

[আরও পড়ুন: নির্ঘুম রাত কাটিয়েও তরতাজা প্রতিবাদী সত্ত্বা! লালবাজারের সামনে অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজ, মঙ্গলবার আলিপুর কোর্টে তোলা হবে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।
  • তাঁকে নিজাম প্যালেস থেকে বের করতেই উঠল চোর স্লোগান। ধৃতকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়লেন আজনতা।
  • আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত ৪ জনকেই এদিন পেশ করা হবে আদালতে।
Advertisement