স্কটিশচার্চ কলেজের এক ছাত্রীর রহস্যমৃত্যু (Scottish Church Student Death)! মৃত ওই ছাত্রীর নাম ঋষিতা বণিক। গত ২৪ জানুয়ারি কলেজ হস্টেল থেকেই অচৈতন্য অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঋষিতা বণিককে। সেখানেই মৃত্যু হয় তাঁর। কীভাবে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বড়তলা থানার পুলিশ। প্রাথমিক অনুমান, খাবারের সঙ্গে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, স্কটিশচার্চ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন ঋষিতা বণিক। ত্রিপুরায় বাড়ি। কলকাতায় কলেজ হস্টেলে থেকেই পড়াশোনা করতেন। গত ২৪ জানুয়ারি হস্টেলের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। এরপরেই হস্টেলের সিক-রুমে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ঋষিতাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপরেই রাতারাতি আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খাবারের সঙ্গে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটতে পারে। যদিও পূর্ণাঙ্গ রিপোর্টয়ের অপেক্ষায় তদন্তকারীরা। অন্যদিকে ঘটনার অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এমনকী নখ ও রক্তের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্যেও পাঠানো হয়েছে বলে খবর।
