shono
Advertisement
Mamata Banerjee

'শুনানিতে ডাক পাওয়া, বাদ পড়া নামের তালিকা চাই', কালীঘাটে বিএলএ ২-দের বৈঠকে নির্দেশ মমতার

৬৩ ও ৭২ ওয়ার্ডে আরও বেশি করে জোর দেওয়ার নির্দেশ তৃণমূল নেত্রীর। এই দুটি ওয়ার্ডের দায়িত্ব তিনি দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে।
Published By: Sucheta SenguptaPosted: 09:21 PM Jan 30, 2026Updated: 09:50 PM Jan 30, 2026

রাজ্যে এসআইআরের শেষ পর্বে গোটা প্রক্রিয়া খতিয়ে দেখতে শুক্রবার সন্ধ্যায় বিএলএ ২ এবং ভবানীপুরের কাউন্সিলরদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে এসআইআর ছাড়াও আসন্ন নির্বাচন নিয়ে তিনি বেশ কয়েকটি নির্দেশ দেন। তার মধ্যে অন্যতম, তালিকা চাওয়া। বিএলএ ২-দের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন, ''লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাকা হয়েছে আর চূড়ান্ত তালিকায় যাদের নাম বাদ যাবে, তাদের তালিকা আমার চাই।'' মাইক্রো অবজার্ভারদের নিয়ে তীব্র আপত্তি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশনে এমন কোনও পদ নেই। এই পদ বিজেপির তৈরি করা। মাইক্রো অবজার্ভারদের কথা মেনে চলার প্রয়োজন নেই।

Advertisement

বিএলএ ২-দের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন, ''লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাকা হয়েছে আর চূড়ান্ত তালিকায় যাদের নাম বাদ যাবে, তাদের তালিকা আমার চাই।''

এসআইআর নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি। আগামী ১ তারিখ যেহেতু দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই ৪ তারিখের শুনানিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। মমতার কথায়, ''অনুমতি পেলে আমি সুপ্রিম কোর্টের শুনানিতে কমন ম্যান হয়ে থাকতে চাই।'' আর তাঁর এই মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে। আগেই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি রাজ্যবাসীর হয়ে আইনজীবী হিসেবে সওয়াল করবেন। তবে কি ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে তাঁকে সেই হিসেবে দেখা যাবে? নাকি আবেদনকারীদের হয়ে তিনি উপস্থিত থাকবেন? তা অবশ্য স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।

এসআইআর নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি। আগামী ১ তারিখ যেহেতু দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই ৪ তারিখের শুনানিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। মমতার কথায়, ''অনুমতি পেলে আমি সুপ্রিম কোর্টের শুনানিতে কমন ম্যান হয়ে থাকতে চাই।''

সূত্রের খবর, ৬৩ ও ৭২ ওয়ার্ডে আরও বেশি করে জোর দিতে বলা হয়েছে। এই দুটি ওয়ার্ডের দায়িত্ব তিনি দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। মেয়র তথা ৮৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরহাদ হাকিমকে অতিরিক্ত ৭৪ ও ৭৭ নং ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হল। আর মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ড ৭৩ নম্বরের জন্য নিজের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।এছাড়া ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুকে নিজের ওয়ার্ডের কাজকর্ম ভালোভাবে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু এসআইআর প্রসঙ্গই নয়, এদিন আসন্ন নির্বাচন সম্পর্কেও জনপ্রতিনিধিদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ''এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন দূরাচারের বিরুদ্ধে এই লড়াই। আপনারা দিনরাত অনেক পরিশ্রম করছেন। আপনাদের আগামী কয়েকদিন লড়াই দিতে হবে। পরিশ্রম আরও বেশি করে করতে হবে। প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছে যান।আরও বেশি করে স্ক্রুটিনি করুন।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement