shono
Advertisement
SIR in West Bengal

আগেই বাদ ৫৮ লক্ষের নাম, SIR শুনানিপর্বে এখনও পর্যন্ত চিহ্নিত কত ‘অবৈধ’ ভোটার?

এখনও অবধি বাংলায় এসআইআরের প্রায় ৯ লক্ষ ৩১ হাজার ভোটারের শুনানি হয়েছে বলে খবর। সেই তালিকা থেকে ওই সংখ্যক 'অবৈধ' ভোটার চিহ্নিত হয়েছে। চূড়ান্ত তালিকা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।
Published By: Suhrid DasPosted: 07:21 PM Jan 13, 2026Updated: 09:20 PM Jan 13, 2026

এসআইআরের (SIR in West Bengal) শুনানি চলছে রাজ্যজুড়ে। সেই শুনানিতে এখনও চূড়ান্ত তালিকা থেকে মোট ১১,৪৭২ জন ভোটারের নাম বাদ পড়েছে। কমিশন সূত্রে প্রাথমিকভাবে সেই কথা জানা গিয়েছে। এখনও অবধি বাংলায় এসআইআরের প্রায় ৯ লক্ষ ৩১ হাজার ভোটারের শুনানি হয়েছে বলে খবর। সেই তালিকা থেকে ওই সংখ্যক 'অবৈধ' ভোটার চিহ্নিত হয়েছে। চূড়ান্ত তালিকা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। আরও বেশ কিছুদিন শুনানি চলবে। ফলে এই অবৈধ ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে, এমনই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এসআইআরের খসড়া তালিকায় আগেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement

বাংলায় এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৪ নভেম্বর। এনুমারেশন পর্ব ১১ ডিসেম্বর শেষ হয়। খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন। দেখা যায়, বাংলায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এরপর নির্দিষ্ট দিন থেকে রাজ্যে শুরু হয় শুনানি। প্রতিদিন হাজার হাজার মানুষ শুনানির জন্য লাইনে দাঁড়াচ্ছেন। মানুষের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। আতঙ্কে মৃত্যুর সংখ্যাও রাজ্যে বাড়ছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনকে এদিনও কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগও করা হচ্ছে। সেই আবহে এবার শুনানিতে এখনও অবধি ভোটারের নাম বাদ যাওয়ার তথ্য সামনে এল।

রাজ্যে এসআইআরের শুনানি শুরু হয়েছে গত ২৭ ডিসেম্বর থেকে। এখনও অবধি মোট ৯ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জনের শুনানি হয়েছে। সেই শুনানিতেও মিলেছে অবৈধ ভোটার। এখনও অবধি শুনানি পর্বে ১১ হাজার ৪৭২ জনের নাম বাদ গিয়েছে বলে খবর। কিন্তু কোন জেলায় কত ভোটার শুনানিপর্বে বাদ গেল? প্রাথমিকভাবে জানা গিয়েছে, সব থেকে বেশি অবৈধ ভোটার বাদ পড়েছে নদিয়া জেলায়। এই পর্বে নদিয়ায় অবৈধ ভোটারের সংখ্যা এখনও অবধি ৯ হাজারের বেশি।

নদিয়ায় প্রায় ৪ লক্ষ ৯৫ হাজার মানুষকে শুনানির জন্য নোটিস পাঠানো হয়। ওই নোটিস প্রায় ২ লক্ষ ৯১ হাজার মানুষ হাতে পান। শুনানিতে এখনও অবধি প্রায় ১ লক্ষ ২৭ হাজারের বেশি মানুষ হাজির হয়েছেন। এখন পর্যন্ত শুনানিতে কলকাতা দক্ষিণ এবং বাঁকুড়ায় একজন অবৈধ ভোটারও চিহ্নিত হননি বলে কমিশন সূত্রে খবর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement