রাজ্যে এসআইআরের কাজ প্রায় শেষ পর্যায়। তাতে দেখা যাচ্ছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা থেকে। আর তা নিয়েই আলোচনার জন্য ফের তড়িঘড়ি নিজের কালীঘাটের বাড়ির দলীয় কার্যালয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলএ ২-দের। উল্লেখ্য, এই ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্বাচনী কেন্দ্র। ২০২১ সালে এই কেন্দ্রের উপনির্বাচনে জিতে তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাই এখানকার ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষা তাঁরা কাছে বিশেষ অগ্রাধিকার। সূত্রের খবর, ভবানীপুরের যেসব ওয়ার্ডের ভোটারদের নাম বেশি বাদ পড়েছে, তা খতিয়ে দেখে কাউন্সিলরদের পর্যালোচনার নির্দেশ দেবেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি ভবানীপুরে উন্নয়নের কাজ কতদূর এগিয়েছে, সেই খবরও নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, এদিন কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৬টা নাগদ ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলএ ২-দের বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় তিনি কাউন্সিলরদের সঙ্গে আলোচনা সারবেন। দ্বিতীয় দফায় কথা বলবেন বিএলএ ২-দের সঙ্গে। তৃণমূল সুপ্রিমোর ডাক পেয়েছেন ৮২ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, আরও দুই মেয়র পারিষদ তথা কাউন্সিলর অসীম বসু, সন্দীপরঞ্জন বক্সি। এছাড়া দলের রাজ্য সভাপতি তথা এই এলাকার বাসিন্দা সুব্রত বক্সিও থাকবেন এই বৈঠকে।
এসআইআর আবহে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা থেকে। আর তা নিয়েই আলোচনার জন্য ফের তড়িঘড়ি নিজের কালীঘাটের বাড়ির দলীয় কার্যালয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলএ ২-দের।
এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অবৈজ্ঞানিক পদ্ধতিতে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে, এই অভিযোগে বরাবর সরব হতে দেখা গিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলকে। লজিক্যাল ডিসক্রিপান্সি, আনম্যাপডয়ের 'অজুহাত' দিয়ে বিভিন্ন এলাকার বহু ভোটারকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। এনিয়ে আগামী রবিবার, ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ তারিখ নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে এ বিষয়ে নালিশ জানানোর কথা তাঁর। আর তার আগে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে নিজের কেন্দ্র ভবানীপুরের কাউন্সিলর, বিএলএ ২-দের নিয়ে তৃণমূল নেত্রীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
