shono
Advertisement
Road Problem

বিধানসভার কঙ্কালসার রাস্তা প্রসঙ্গ, অভিযোগ জানাতে ড্রপ বক্স বসানোর নির্দেশ স্পিকারের

সামান্য বৃষ্টিতে রাস্তায় জল জমে প্রবল ভোগান্তির শিকার হয়ে হয় আমজনতাকে।
Published By: Tiyasha SarkarPosted: 02:34 PM Jun 11, 2025Updated: 02:34 PM Jun 11, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভায় উঠল বেহাল রাস্তা প্রসঙ্গ। একাধিক বিধায়ক নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরলেন। পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এরপরই এলাকায় এলাকায় ড্রপ বক্স বসানোর নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

গত সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। বুধবার একাধিক ইস্যু ওঠে অধিবেশনে। সেই সময়ই রাস্তা সমস্যার কথা জানাতে হাত তোলেন এক বিধায়ক। এরপর একে একে বেশ কয়েকজন হাত তোলেন। একই ধরনের সমস্যা তুলে ধরেন সকলেই। এরপরই স্পিকার বলেন, "এতজন হাত তুলেছেন রাস্তা নিয়ে কথা বলতে। সত্যিই বর্ষায় রাস্তায় অবস্থা খুব খারাপ হয়।" এরপরই পূর্তমন্ত্রীকে ড্রপ বক্সের ব্যবস্থা করার নির্দেশ দেন। বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। 

জানা যাচ্ছে, বিধানসভায় বসানো হবে ড্রপ বক্স। রাস্তা সংক্রান্ত যাবতীয় অভিযোগ সেখানে জমা দিতে পারবেন বিধায়করা। তারপরই পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, বর্ষা এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়ার খামখেয়ালিপনায় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। সামান্য বৃষ্টিতেই জল জমছে রাস্তায়। প্রবল ভোগান্তির শিকার হতে হচ্ছে আমজনতাকে। স্পিকারে নির্দেশে ড্রপ বক্সে অভিযোগ জমা পড়লে সমস্যার সমাধান হবে বলে আশাবাদী সকলেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধানসভায় উঠল বেহাল রাস্তা প্রসঙ্গ। একাধিক বিধায়ক নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরেন।
  • পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
  • এরপরই এলাকায় এলাকায় ড্রপ বক্স বসানোর নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
Advertisement