একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বুধবার সন্ধ্যায় কমিশনের তরফে তালিকা প্রকাশ করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এবার যেমন উত্তীর্ণদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। তেমনই প্রকাশ করা হচ্ছে অনুত্তীর্ণদের তালিকাও। অর্থাৎ সব প্রার্থীই জানতে পারবেন তিনি উত্তীর্ণ হয়েছেন নাকি অনুত্তীর্ণ। প্রথামতো প্রকাশ করা হয়েছে ওয়েটিং লিস্টের তালিকাও।
সব ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বেছে নিতে পারবেন স্কুলও। তবে সাড়ে ১২.৪৪৫ শূন্যপদে নিয়োগের জন্য মেধাতালিকায় থাকা সব শিক্ষকদের কাউন্সেলিং করে স্কুল অ্যালটমেন্ট বা স্কুল বাছাই পর্ব সম্পূর্ণ হতে বেশ কয়েক মাস লেগে যেতে পারে বলে আগেই জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
গত বছর ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করেছিল। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। রেজাল্ট বের হয়েছিল গত ৭ নভেম্বর। প্রাথমিকভাবে জানুয়ারির প্রথম সপ্তাহে মেধাতালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় সেটা হয়নি। হাই কোর্টের নির্দেশে গত ২৭ ডিসেম্বর ১৫৪ জন চাকরিপ্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাদের তথ্য যাচাই হয় গত ৩০ ডিসেম্বর। এরপর গত ৮ জানুয়ারি ৪৯ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়। ইন্টারভিউ পর্ব শেষ হওয়ার দু’সপ্তাহের মধ্যেই মেধাতালিকা প্রকাশ করে দেওয়া হল।
বিকাশ ভবন সূত্রের খবর, মেধাতালিকা প্রকাশের পর সরস্বতী পুজো ও সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় ২৭ জানুয়ারির আগে কাউন্সেলিং ও স্কুল বাছাই পর্ব শুরু করা সম্ভব হবে না। তবে দ্রুত প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য। সুপ্রিম কোর্ট ২০২৬ সালের আগস্ট পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য সময় বৃদ্ধি করলেও বিধানসভা ভোটের আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে চায় রাজ্য।
