shono
Advertisement

Breaking News

SSC Exam Date

ভোটের আগেই গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, দিনক্ষণ জানাল এসএসসি

পরীক্ষার্থীর সংখ্যাও জানাল এসএসসি।
Published By: Sayani SenPosted: 09:56 AM Jan 30, 2026Updated: 11:36 AM Jan 30, 2026

অপেক্ষার শেষ। স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (SSC Exam Date)। আগামী ১ এবং ৮ মার্চ দু'টি পরীক্ষা নেওয়া হবে। ১ মার্চ দুপুর ১২টা থেকে হবে ক্লার্ক পদের পরীক্ষা। ৮ মার্চ ১২টা থেকে হবে গ্রুপ ডি-র পরীক্ষা। গ্রুপ-সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। আবেদন করেছেন আট লাখ পরীক্ষার্থী। গ্রুপ ডি শূন্যপদ ৫ হাজার ৪৮৮।

Advertisement

গ্রুপ ডি-তে নিয়োগের জন্য সাড়ে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। গ্রুপ সি-র পরীক্ষা হবে দেড় ঘণ্টা ধরে। গ্রুপ-ডি-র পরীক্ষা হবে ১ ঘণ্টা ২০ মিনিট। দৃষ্টিহীন ও লিখতে সমস্যা হয় এমন পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে। প্রতিটি পরীক্ষার জন্য এসএসসির ১৫০০-র বেশি পরীক্ষাকেন্দ্র প্রয়োজন। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দু'দিনই এসএসসিকে মাধ্যমিক পরীক্ষার মতো পরীক্ষা নিতে হবে। বিধানসভা ভোটের আগেই শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চেয়েছিল কর্তৃপক্ষ। নবান্নকে এই বিষয়ে প্রস্তাব পাঠায় স্কুল শিক্ষাদপ্তর।

বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও, লিখিত পরীক্ষা সম্পন্ন হবে তা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট হল। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চেয়ে নবান্নের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের তরফে ১ মার্চ এবং ১৫ মার্চ দু'টি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে নবান্নের অনুমোদন পাওয়ার পর তারিখ পরিবর্তন হয়ে ১ মার্চ ও ৮ মার্চ হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement