সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল জুতো। অনুব্রত মণ্ডলকে ঘিরে উঠেছিল গরু চোর স্লোগান। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) সঙ্গেও। ব্যাঙ্কশাল আদালত চত্বরে তাঁকে লক্ষ্য করে উঠল চোর স্লোগান। জুতো হাতে প্রতিবাদ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা।
সোমবার মধ্যরাতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ধৃত মানিক ভট্টাচার্য। জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষার পর মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তাঁকে পেশ করে ইডি (ED)। আদালতে নিয়ে যেতেই তুমুল বিক্ষোভ শুরু হয় আদালত চত্বরে। ওঠে ‘চোর’ স্লোগান। হাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। বিক্ষোভে শামিল হন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালরাও।
[আরও পড়ুন: রাজনৈতিক প্রতিহিংসার জেরেই ‘সিংহাসনচ্যুত’ সৌরভ! তোপ তৃণমূলের, পালটা বিজেপির]
বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ, “মানিক চাকরি চুরি করেছে। শিক্ষা চুরি করেছে। তাই তাকে চোর বলেছি আমরা। জুতো নিয়ে প্রতিবাদ করেছি।” ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বিক্ষোভে অংশ নেওয়া সজল ঘোষ বলেন, “গ্রামের দিকে চোরেদের যেরকমভাবে সাজা দেওয়া হয়, আমরা মানিকের তেমন সাজা চাইছি। খুঁটিতে বেঁধে, মাথা নেড়া করে, মুখে কালি মাখিয়ে যেমন গ্রামে ঘোরানো হয়, মানিকের সঙ্গে তেমনই করা হোক।” সবমিলিয়ে এদিন আদালত চত্বরে তুমুল উত্তেজনা ছড়ায়।
উল্লেখ্য, ইতিপূর্বে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জোকা ইএসআই হাসপাতাল চত্বরে জুতো ছুঁড়েছিলেন এক মহিলা। যদিও তাঁর গায়ে লাগেনি সেই জুতো। এরপর গরুপাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডলকে এসএসকেএম চত্বর এবং আসানসোল আদালত চত্বরে চোর স্লোগানের মুখে পড়তে হয়েছিল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল ব্যাঙ্কশাল আদালত চত্বরে। তবে আগের দু’টি ঘটনায় ছিল আমজনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এবারেরটা বিজেপির পূর্ব পরিকল্পিত।