shono
Advertisement
SSC

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি, বদলাতে পারে এসএসসির নিয়ম

শিক্ষাদপ্তর সূত্রে খবর, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই নিয়ম বদলের ভাবনা।
Published By: Sayani SenPosted: 03:45 PM May 23, 2025Updated: 04:21 PM May 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। নতুন করে চলতি বছরের মধ্যেই নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। চলতি মাসের মধ্যেই জারি হতে পারে বিজ্ঞপ্তি। শিক্ষাদপ্তর সূত্রে খবর, বেশ কয়েকটি নিয়মকানুন বদলাতে পারে।

Advertisement

পুরনো নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা ওএমআর শিটে পরীক্ষা দেবেন। তবে তার সঙ্গে দেওয়া হতে পারে কার্বন পেপার। ওই কার্বন প্রতিলিপি পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। এছাড়া ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। যাতে আর নতুন করে কোনও জটিলতা তৈরি না হয় তাই ওএমআর স্ক্যানড কপি সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সাধারণত শিক্ষক নিয়োগ প্যানেল মেয়াদ থাকে এক বছর। সেই মেয়াদ আরও ৬ মাস বাড়াতে পারে এসএসসি। এমনকী ইন্টারভিউয়ের ক্ষেত্রে নিয়ম বদল হতে পারে। শিক্ষাদপ্তর সূত্রে খবর, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই নিয়ম বদলের ভাবনা।

প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এক কলমের আঁচড়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। হাজারও টানাপোড়েনের পর আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা। আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে। তবে আর পরীক্ষা দিতে নারাজ ‘যোগ্য’ চাকরিহারারা। বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পর কারও কিছু করার নেই বলেই জানিয়েছে শিক্ষাদপ্তর। তাই নতুন করে নিয়োগ প্রক্রিয়ার বন্দোবস্ত করতেই হবে এসএসসিকে। সেক্ষেত্রে নতুন পরীক্ষা প্রক্রিয়ায় কারা অংশ নেন, সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মাসেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে পারে এসএসসি।
  • বদলাতে পারে এসএসসির নিয়ম।
  • শিক্ষাদপ্তর সূত্রে খবর, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই নিয়ম বদলের ভাবনা।
Advertisement