সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ার জাল ওষুধ কাণ্ডে উত্তরপ্রদেশের যোগ! দুর্নীতির শিকড়ে পৌঁছতে এবার সিআইডির দ্বারস্থ হতে চলেছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ। তল্লাশিতে উদ্ধার হওয়া নথি তুলে দেওয়া হবে তদন্তকারী সংস্থার হাতে।

হাওড়ার এক বাসিন্দা সম্প্রতি অভিযোগ করেন, তিনি বাবার জন্য অনলাইনে হার্টের ওষুধ কিনেছিলেন। তা নাকি কাজ করছে না। এই অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। এরপরই হাওড়ার আমতা থেকে উদ্ধার হয় জাল ওষুধ। উত্তর ২৪ পরগনার আগরপাড়া এবং নাগেরবাজারের একটি গোডাউনেও জাল ওষুধ মজুত করে রাখা হয়েছিল। সেখানে হানা দিয়েও রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা ওষুধ বাজেয়াপ্ত করে। তা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে উঠে আসে, উত্তরপ্রদেশ থেকে বাংলায় আনা হচ্ছিল এই জাল ওষুধ।
এবার এই জাল ওষুধ চক্রের শিকড়ে পৌঁছতে সিআইডির দ্বারস্থ হতে চলেছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ। প্রসঙ্গত, এই জাল ওষুধ চক্রের বিষয়টি প্রকাশ্যে আসার পর একাধিক ওষুধ পরীক্ষা করা হয়। তা ল্য়াব টেস্টে ফেল করে বলেই খবর। তারপরই রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল যেন নির্দিষ্ট ওই ওষুধ পাঠানো হলে কিউ আর কোড স্ক্যান করে তবেই যেন তা জন সাধারণকে দেয়।