shono
Advertisement
Tanmoy Bhattacharya

সাংবাদিকের 'শ্লীলতাহানি' ইস্যু: সিপিএমের অভ্যন্তরীণ কমিটির তলবের মুখে তন্ময়, কবে জিজ্ঞাসাবাদ?

শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরেই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছিল দল।
Published By: Sucheta SenguptaPosted: 04:50 PM Nov 06, 2024Updated: 04:53 PM Nov 06, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সাক্ষাৎকারের সময় তরুণী সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে এবার দলের অভ্যন্তরীণ কমিটির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। বুধবার সম্পাদকমণ্ডলীর বৈঠক। সেখানেই স্থির হতে পারে, কবে তাঁকে আলিমুদ্দিন স্ট্রিটের সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ হবে। এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তন্ময় ভট্টাচার্য। এদিকে, বুধবার সিপিএম নেতাকে ফের বরানগর থানায় তলব করা হয়েছে। ফের একপ্রস্ত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

Advertisement

ঘটনা সপ্তাহ দুই আগেকার। এক তরুণী সাংবাদিক অভিযোগ করেন, সাক্ষাৎকারের সময় নিজের বাড়িতে তাঁকে শ্লীলতাহানি করেছেন বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তাঁর কোলে উঠে বসে পড়েন। তাতে অত্যন্ত অস্বস্তি বোধ করলেও পেশাদারিত্বের কারণে নিজের কাজ শেষ করেন সাংবাদিক। পরে তিনি গোটা ঘটনা সোশাল মিডিয়ায় প্রকাশ্যে জানান এবং বরানগর থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে দুবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তন্ময়কে। সেইসঙ্গে এবার তিনি দলের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন সিপিএম বিধায়ক।

গতবারের রাজ্য সম্মেলনে মহিলাদের অভিযোগ খতিয়ে দেখার জন্য অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তৈরি করেছিল সিপিএম। সর্বভারতীয় স্তরেও এই কমিটি রয়েছে। বাংলায় এই কমিটির মাথায় রয়েছেন বর্ধমানের মহিলা নেত্রী অঞ্জু কর। তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন বলে জানিয়েছে আলিমুদ্দিন। দলের এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক। তা সত্ত্বেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে সবরকম তদন্তে সাহায্য করতে রাজি তিনি। দলের অভ্যন্তরীণ কমিটি কেন এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন ওঠায় এবার কমিটির সদস্যরা তলব করবেন সাসপেন্ডেড সদস্যকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার সিপিএমের অভ্যন্তরীণ কমিটির জিজ্ঞাসাবাদের মুখে তন্ময় ভট্টাচার্য।
  • তাঁকে জিজ্ঞাসাবাদের দিনক্ষণ স্থির হবে সম্পাদকমণ্ডলীর বৈঠকে।
Advertisement