সুব্রত বিশ্বাস: দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও যাত্রী সুবিধার্থে বাড়তি ট্রেন চালানো হবে। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই সুখবর শোনাল পূর্ব রেল। চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখে যাতে সকলে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে, তার জন্য রাতের দিকে হাওড়া শাখায় আপ ও ডাউন মিলিয়ে ৫ জোড়া অর্থাৎ মোট দশটি বাড়তি ট্রেন চলবে বলে জানানো হয়েছে। কোন লাইনে, কখন, কটি ট্রেন চলবে, সেই সূচিও প্রকাশ করেছে পূর্ব রেল। আগামী ৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে ১২ তারিখ, মঙ্গলবার পর্যন্ত বাড়তি ট্রেনগুলি চালানো হবে।
জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরে আলোর আকর্ষণ। সেখানে পাঁচদিন ধরে পুজো হয়। সেসময় মণ্ডপ দর্শন ছাড়াও শুধু আলোর কাজ দেখতেই অনেকে যান চন্দননগরের পুজো দেখতে। এই সময় ভিড়ে ঠাসা হয়ে পড়ে প্রাচীন ফরাসি উননিবেশ। চন্দননগর থেকে যাতায়াত কঠিন হয়ে পড়ে। সেই দিক মাথায় রেখে এবছর জগদ্ধাত্রী পুজোতেও বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানানো হয়েছে, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিকেলের পর থেকে হাওড়া-ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চলবে। হাওড়া-বর্ধমান শাখায় চলবে একজোড়া বিশেষ ট্রেন। তার সূচিও প্রকাশ করা হয়েছে। একনজরে দেখে নিন ট্রেনের টাইম টেবিল।
হাওড়া থেকে ব্যান্ডেলগামী বিশেষ ট্রেন ছাড়বে -
- বিকেল ৫.২০
- সন্ধ্যা ৭.৫৫
- রাত ৮.৩৫
- রাত ১১.৩০
- রাত ১২.৩০এ
ব্যান্ডেল থেকে হাওড়াগামী বিশেষ ট্রেন ছাড়বে -
- সন্ধ্যা ৬.৩৫
- রাত ৯.২০
- রাত ৯.৫৫
- রাত ১
- রাত ২
হাওড়া থেকে বর্ধমানগামী বিশেষ ট্রেনটি ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়াগামী লোকাল ট্রেন পাওয়া যাবে রাত ১০.৩০এ। এছাড়া বিসর্জনের দিন, অর্থাৎ ১২ তারিখ হাওড়া-ব্যান্ডেল শাখায় আরও অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে রেল। কয়েকটি লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পুজোর চারদিন হাওড়া-মশাগ্রাম লোকাল বর্ধমান পর্যন্ত যাবে।