shono
Advertisement
Suvendu Adhikari

বিজেপির বিএলএদের নিরাপত্তা দাবি, SIR সংক্রান্ত ৬৫টি অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু

৪২ হাজার বিজেপি কর্মী বিএলএ কার্ড পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
Published By: Subhankar PatraPosted: 02:36 PM Nov 12, 2025Updated: 02:53 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর সংক্রান্ত ৬৫টি অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি। বিজেপির বিএলএ-২দের ছাড়া ফর্ম বিলি ও তাঁদের মারধরের অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীরা। শুভেন্দুর আরও অভিযোগ, পুলিশে এফআইআর দায়ের করলেও, ঠিকমতো পদক্ষেপ করছে না।

Advertisement

বঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। তবে অনেক জায়গা থেকে অভিযোগ আসছে আধিকারিকরা বাড়িতে না গিয়ে নির্দিষ্ট একটি জায়গায় থেকে ফর্ম দিচ্ছেন। সেই অভিযোগ তুলেছেন শুভেন্দুও। পাশাপাশি বিজেপির বিএলএ-২দের মারধরের কথা তিনি বলেছেন। শুভেন্দু বলেন, "বিজেপির তরফ থেকে কন্ট্রোল রুম বা মনিটরিং রুম খোলা হয়েছে। আমরা ৬৫টি অভিযোগ তুলে ধরেছি কমিশনের কাছে। কোথাও দেখা গিয়েছে, বিএলও বাড়ি বাড়ি না গিয়ে ক্লাবে বসে, কাউন্সিলরের সঙ্গে ফর্ম বিতরণ, ফিল-আপ করছেন। কোথায় দেখা গিয়েছে, বিজেপির বিএলএ-২কে ছাড়াই ফর্ম বিতরণ হচ্ছে। বিজেপির বিএলএ২-দের মারা হয়েছে।"

পাশাপাশি শুভেন্দু জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি প্রায় ৫০হাজার বিএলএর কাগজপত্র জমা দিয়েছে। ৪২ হজার আই কার্ড তারা পেয়েছে। তৃণমূল কংগ্রেস এখনও অবধি ৪৩ হাজার বিএলএদের আই কার্ড পেয়েছে। সিপিআইএম ৩০ হাজার ও কংগ্রেস ৯ হাজার কার্ড পেয়েছে।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর সংক্রান্ত ৬৫টি অভিযোগ নিয়ে কমিশনের দারস্থ বিজেপি।
  • বিজেপির বিএলএ-২দের ছাড়ায় ফর্ম বিলি ও তাঁদের মারধরের অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীরা।
  • শুভেন্দুর আরও অভিযোগ, পুলিশে এফআইআর দায়ের করলেও, ঠিকমতো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
Advertisement