shono
Advertisement
Suvendu Adhikari

রাজভবনের সামনে ধরনার অনুমতি চেয়ে হাই কোর্টে শুভেন্দু, 'ওখানেই কেন?', প্রশ্ন বিচারপতির

এর আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও মেলেনি।
Published By: Tiyasha SarkarPosted: 12:22 PM Jun 19, 2024Updated: 03:55 PM Jun 19, 2024

গোবিন্দ রায়: অনুমতি দেয়নি পুলিশ। এবার ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসার অনুমতি চেয়ে হাই কোর্টে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। মামলা দায়েরের অনুমতি দিলেও বিচারপতির প্রশ্ন, "ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?" বিকল্প জায়গা বেছে নেওয়ার পরামর্শও দেন তিনি।

Advertisement

লোকসভা ভোট মেটার পর থেকেই রাজ্যের বিভিন্ন থেকে অশান্তির খবর আসছে। কোথাও আক্রান্ত বিজেপি, কোথাও আবার তৃণমূল। পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে পৌঁছেছে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। এসবের মাঝেও হিংসার ঘটনা ঘটেই চলেছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মেলেনি অনুমতি।

[আরও পড়ুন: ‘কিছু করতে পারিনি…’, নিজের নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার ‘বালিকা বধূ’ অভিকা!  ]

এর পরই রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেখানেই উঠে আসে তৃণমূলের রাজভবন অভিযান প্রসঙ্গ। কেন রাজভবনের সামনেই অবস্থানে বসতে হবে? সেই প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। সরাসরি প্রশ্ন তোলেন, "শাসকদল বসেছিল বলে?" পাশাপাশি পরামর্শ দেন অন্য জায়গা বেছে নেওয়ার জন্য। পরবর্তীতে তা জানানোর কথাও বলেন তিনি।

[আরও পড়ুন: উফ! নোনা জলের ছোঁয়ায় আগুন শরীর, ‘ভাবি ২’ তৃপ্তির রূপের ছ্যাঁকায় উত্তাল নেটপাড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুমতি দেয়নি পুলিশ। এবার ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসার অনুমতি চেয়ে হাই কোর্টে শুভেন্দু অধিকারী।
  • মামলা দায়েরের অনুমতি দিলেও বিচারপতির প্রশ্ন, "ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?" বিকল্প জায়গা বেছে নেওয়ার পরামর্শও দেন তিনি।
Advertisement