shono
Advertisement
Mamata Banerjee

অন্য অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা! কীভাবে? দ্রুত তদন্তের নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

যাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, অবিলম্বে তাঁদের টাকা পাঠানোর নির্দেশ দিয়েছেন মু্খ্যমন্ত্রী।
Published By: Tiyasha SarkarPosted: 08:47 AM Nov 08, 2024Updated: 09:04 AM Nov 08, 2024

স্টাফ রিপোর্টার: দুটি জেলায় ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ট‌্যাবের টাকা বেশ কয়েকজন ছাত্রের অ‌্যাকাউন্টে না ঢুকে অন‌্য অ‌্যাকাউন্টে গিয়েছে। সাইবার অপরাধীরা অ‌্যাকাউন্ট হ‌্যাক করে এই কাজ করেছে বলেই জানা গিয়েছে। কীভাবে এটা ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দিলেন ক্ষুব্ধ মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, অবিলম্বে তাঁদের টাকা পাঠানোর নির্দেশ দিয়েছেন মু্খ্যমন্ত্রী।

Advertisement

এই বিষয়ে বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের সচিবকে অবিলম্বে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন মুখ‌্যসচিব মনোজ পন্থ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পটি রাজ্য সরকারের অন‌্যতম সেরা প্রকল্প। মুখ‌্যমন্ত্রী স্বয়ং এই প্রকল্পের সূচনা করেছিলেন। এইক্ষেত্রে কোনও ত্রুটি বরদাস্ত করা হবে না। সবাইকে আরও সতর্ক থাকতে হবে ভবিষ‌্যতে অর্থ বণ্টনের ক্ষেত্রে। হ‌্যাকের ফলে যাদের টাকা অন্য অ‌্যাকাউন্টে চলে গিয়েছে, তাদের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে অবিলম্বে টাকা পাঠানোর নির্দেশও মুখ‌্যমন্ত্রী দিয়েছেন।

উল্লেখ্য, এই 'তরুণের স্বপ্ন' প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয় রাজ্যে সরকারের তরফে। স্কুল কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের তালিকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর-সহ রাজ্যে শিক্ষা দপ্তরে পাঠানো হয়। সেই অনুযায়ী প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। কিন্তু বহু পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে বলে অভিযোগ। শুধু নির্দিষ্ট কোনও জেলা নয়, বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ সামনে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুটি জেলায় ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ট‌্যাবের টাকা বেশ কয়েকজন ছাত্রের অ‌্যাকাউন্টে না ঢুকে অন‌্য অ‌্যাকাউন্টে গিয়েছে।
  • সাইবার অপরাধীরা অ‌্যাকাউন্ট হ‌্যাক করে এই কাজ করেছে বলেই জানা গিয়েছে। কীভাবে এটা ঘটল, তা নিয়ে তদন্তের নির্দেশ দিলেন ক্ষুব্ধ মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • পাশাপাশি যাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, অবিলম্বে তাঁদের টাকা পাঠানোর নির্দেশ দিয়েছেন মু্খ্যমন্ত্রী।
Advertisement