shono
Advertisement

Breaking News

রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের, তিন অভিজ্ঞ সাংসদের সঙ্গে সাকেত গোখলে-সহ নতুন ৩ নাম

বাদ গেলেন শান্তা ছেত্রী, সুস্মিতা দেব।
Posted: 11:10 AM Jul 10, 2023Updated: 11:46 AM Jul 10, 2023

সংবাদ প্রতিদিন ব্যুরো: নতুন-পুরনোর যথাযথ মেলবন্ধন রেখে এবারের রাজ্যসভা ভোটের প্রার্থী ঘোষণা করল বাংলার শাসকদল তৃণমূল (TMC)। রাজ্যসভার প্রার্থী হিসেবে ফের নাম ঘোষণা করা হল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও দোলা সেনের। আর নতুন মুখ হিসেবে ঘোষিত তিনজনের নাম – সাকেত গোখলে, প্রকাশ চিক বরাইক ও সামিরুল ইসলাম। বাদ পড়ছেন দার্জিলিংয়ের শান্তা ছেত্রী ও অসমের নেত্রী সুস্মিতা দেব। সোমবার মোট ৬ জনের নাম টুইটে জানাল তৃণমূল। আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন।

Advertisement

তৃণমূলের তরফে রাজ্যসভার নতুন তিন প্রার্থীর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য সাকেত গোখলে (Saket Gokhle)। মহারাষ্ট্রের রাজনীতিক, সমাজকর্মী সাকেত গোখলে তৃণমূলে যোগদানের পর স্বেচ্ছাসেবী সংস্থায় আর্থিক তছরূপের অভিযোগে গুজরাট পুলিশের হাতে গ্রেপ্তার হন। জেল হেফাজতেও থেকেছেন। বিজেপি বিরোধী হিসেবে যথেষ্ট পরিচিত মুখ সাকেত। তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্রকে গুজরাট পুলিশ হেনস্তা করেছে বলে সেসময় সুর চড়িয়েছিল বাংলার শাসকদল। এবার তাঁকেই রাজ্যসভায় প্রার্থী করা হল। 

[আরও পড়ুন: বিজেপির ‘দালালি’ বন্ধের দাবি, ‘কমরেড’দের বিক্ষোভে তালা বন্ধ আলিমুদ্দিনের পার্টি অফিসে!]

রাজ্যসভার আরেক নতুন মুখ প্রকাশ চিক বরাইক এই মুহূর্তে আলিপুরদুয়ারের (Alipurduar) জেলা তৃণমূল সভাপতি।  আদিবাসী এই নেতা দীর্ঘদিন তৃণমূলের সৈনিক, জেলায় যথেষ্ট জনপ্রিয়। পঞ্চায়েতের বিদায়ী সদস্যও ছিলেন। উত্তরবঙ্গের চা বলয় ও আদিবাসী মহলে উন্নয়নের নেপথ্যে প্রকাশ চিক বরাইকের বড় ভূমিকা রয়েছে। অনগ্রসর শ্রেণির এক প্রতিনিধি হিসেবে তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কার্যত মাস্টারস্ট্রোক দিল তৃণমূল।

আরেক নতুন সদস্য সামিরুল ইসলাম বাংলা সংস্কৃতি মঞ্চের প্রেসিডেন্ট।  তাঁর সংগঠন সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করে থাকে। এহেন ভাবমূর্তির ব্যক্তিত্বকে সংখ্যালঘু হিসেবে  রাজ্যসভায় প্রার্থী করল শাসকদল। অন্যদিকে, বাদ পড়েছেন শান্তা ছেত্রী ও সুস্মিতা দেব (Sushmita Dev)। দ্বিতীয়জন অসমের শিলচরের নেত্রী। উত্তর-পূর্বে তৃণমূলের সংগঠন বিস্তারের দায়িত্বে ছিলেন। শিলচর থেকে তাঁকে ফের লোকসভার প্রার্থী করা হতে পারে। সেই কারণে সম্ভবত বাদ পড়লেন তিনি। যদিও বিরোধীদের দাবি, উত্তর-পূর্বে তৃণমূলের হয়ে কাজ করতে গিয়ে কার্যত ব্যর্থ সন্তোষমোহন দেবের কন্যা। তবে এই দাবি যে সারমর্মহীন, তা অনেকটা স্পষ্ট সুস্মিতা দেবের সক্রিয়তায়। বরাক ভ্যালি সংক্রান্ত ইস্যুতে ১০ ঘণ্টার অনশনে নেমেছেন তিনি। 

[আরও পড়ুন: ‘গলা কাটা হবে’, পুনর্নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে উদ্ধার হুমকি পোস্টার]

এনিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রতিক্রিয়া, যাঁরা বাদ পড়েছেন, দল তাঁদের সসম্মানে বিকল্প দায়িত্ব দেবে। তবে নবীন-প্রবীণের মেলবন্ধনে রাজ্যসভার এই প্রার্থী তালিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সকলকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement