ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দলের বিধায়কদের নিয়ে তৈরি হয়ে গেল হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার নাম রাখা হয়েছে 'ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বারস'। গ্রুপের একজনই অ্যাডমিন, মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই গ্রুপটি বানিয়ে ফেলেন অরূপ।
বিধায়কদের জনসংযোগে জোর দিতে বলে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানিয়েছিলেন দলের বিধায়কদের কারও কোনও বক্তব্য থাকলে তা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে। তাঁরও কিছু নির্দেশ দেওয়ার থাকলে অরূপের মাধ্যমে ওই গ্রুপে জানিয়ে দেবেন। তার পর পরই গ্রুপটি তৈরি করে ফেলেছেন মন্ত্রী। যার সদস্য সংখ্যা ২২৫ জন। বিধায়কদের কোনও নির্দেশ দেওয়ার থাকলে এই গ্রুপেই সিদ্ধান্ত জানাবে তৃণমূল পরিষদীয় দল।
বুধবারই বিধানসভায় পরিষদীয় বৈঠক ডেকে শৃঙ্খলা নিয়ে দলের বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন, দলের শৃঙ্খলা সকলকে মানতেই হবে। না হলে ব্যবস্থা নেওয়া হবে। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, দলের যাবতীয় সিদ্ধান্ত তিনিই নেবেন। মুখ্যমন্ত্রীর কথায়, "অনেকে অনেক কথা বলছে। কে কী বলছে ভাবার দরকার নেই। এখনও আমি আছি। শেষ সিদ্ধান্ত আমিই নেব।" বিধায়কদের উদ্দেশে মমতা বার্তা দেন, "দলের বাইরে কিছু বলার দরকার নেই। শৃঙ্খলা মানতে হবে সবাইকেই। না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শোকজ করা হবে।"
মুখ্যমন্ত্রীই ওই বৈঠকে নির্দেশ দেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়কে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বিধায়কদের নিয়ে। তাদের সব কর্মসূচি দল এই গ্রুপে জানিয়ে দেবে। বিধায়করা কোনও বক্তব্য থাকলে ওই গ্রুপেই জানাবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হোয়াটসঅ্যাপ গ্রুপটি তৈরি করেছেন অরূপ।