shono
Advertisement
IPAC Raid

আইপ্যাকে হানা নিয়ে ইডির বয়ান লেখা হয় বিজেপি দপ্তরে! 'প্রমাণ' দিল তৃণমূল

বিজেপি ও ইডির পোস্টের সময়ের ব্যবধান প্রায় আধঘণ্টা।
Published By: Sayani SenPosted: 07:07 PM Jan 08, 2026Updated: 07:30 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে হানা প্রসঙ্গে ইডির বিবৃতি উল্লেখ করে X হ্যান্ডেল পোস্ট বিজেপির। অথচ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক্স হ্যান্ডেলে সেই পোস্ট করেছে বিজেপির থেকে প্রায় ৩০ মিনিট পর। তবে কি ইডির বিবৃতি লেখা হয়েছে বিজেপি দপ্তরে? দু'পক্ষের বক্তব্য শেয়ার করে সেই প্রশ্ন তুলে 'প্রমাণ' দিল তৃণমূল।

Advertisement

X হ্যান্ডেলে দেখা গিয়েছে, বিজেপি পোস্ট করেছে বৃহস্পতিবার দুপুর ২টো ৪৩ মিনিটে। যে পোস্টে গেরুয়া শিবির ইডিকে উদ্ধৃত করে দাবি করেছে, কয়লা পাচার মামলার সূত্র ধরে ইডি মোট ১০টি জায়গায় তল্লাশি করেছে। তার মধ্যে বাংলার ৬টি এবং দিল্লির ৪টি জায়গা রয়েছে। কোনও রাজনৈতিক দলের অফিস এই তল্লাশির অন্তর্ভুক্ত নয়। কোনও নির্বাচনের সঙ্গে তল্লাশি সম্পর্কযুক্ত নয়। আর্থিক বেনিয়মের অভিযোগ সংক্রান্ত রুটিনমাফিক তল্লাশি ছাড়া কিছুই নয়। সমস্ত আইনি নিয়মবিধি মেনে এই তল্লাশি। রাজনৈতিক ক্ষমতাবলে কোনওভাবে তদন্ত প্রভাবিত হলে সাধারণ মানুষের বিশ্বাসে আঘাত লাগবে বলেও দাবি করা হয় বিজেপির ওই পোস্টে। তার প্রায় আধঘণ্টা পর বিজেপির উল্লিখিত বিবৃতি ইডি তাদের অফিসিয়াল X হ্যান্ডেলে পোস্ট করে। সময় দুপুর ৩টে ২০ মিনিট। আর এখানেই প্রশ্ন উঠছে, ইডির আগে কীভাবে বঙ্গ বিজেপি একই বয়ান পোস্ট করল? তবে কি স্পষ্ট আঁতাঁত? দু'টি পোস্ট উল্লেখ করে বঙ্গ বিজেপিকে ট্যাগ করে তৃণমূলের কটাক্ষ, "বিজেপি লিখল প্রথম, ইডি তারপর পড়ল।" যদিও এই নিয়ে পদ্মশিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

ভোটমুখী বাংলায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডি হানার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলেছে শাসক শিবির। তৃণমূলের দাবি, তল্লাশির নাম করে আদতে নথি চুরি করা হয়েছে। অবশ্য এই প্রথমবার নয় এর আগেও একাধিক দুর্নীতির তদন্তে সিবিআই, ইডির বিরুদ্ধে কেন্দ্রের অঙ্গুলিহেলনে কাজ করার অভিযোগ তুলেছে শাসক শিবির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বাংলার সরকারকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলেই অভিযোগ। যদিও গেরুয়া শিবির সে অভিযোগ খণ্ডন করেছে বারবার। তবে X হ্যান্ডেলের এই বিভ্রান্তিমূলক পোস্টের পর বিজেপি-কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আঁতাঁত আরও স্পষ্ট হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে হানা প্রসঙ্গে ইডির বিবৃতি উল্লেখ করে X হ্যান্ডেল পোস্ট বিজেপির।
  • অথচ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক্স হ্যান্ডেলে সেই পোস্ট করেছে বিজেপির থেকে প্রায় ৩০ মিনিট পর।
  • তবে কি ইডির বিবৃতি লেখা হয়েছে বিজেপি দপ্তরে? দু'পক্ষের বক্তব্য শেয়ার করে সেই প্রশ্ন তুলে 'প্রমাণ' দিল তৃণমূল।
Advertisement