shono
Advertisement
HMPV

কলকাতাতেও HMPV সংক্রমণ! শিশুর শরীরে মিলল ভাইরাস, সুস্থ হয়ে ফিরল বাড়ি

শিশুর শরীরে কোন প্রজাতির ভাইরাস ছিল, তা জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 04:37 PM Jan 06, 2025Updated: 06:55 PM Jan 06, 2025

সংবাদ প্রতিদিন ব্যুরো: কর্ণাটক, গুজরাটের পর এবার কলকাতাতেও HMPV! ৬ মাসের এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস মিলেছে বলে  খবর। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে খবর। আপাতত শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এনিয়ে দেশে HMPV আক্রান্তের সংখ্য়া দাঁড়াল চারে। তবে এটি চিনের ভ্যারিয়েন্ট কি না, তা এখনও নিশ্চিত নয়। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তরফে বারবার সতর্ক করা হয়েছে, অযথা আতঙ্কিত হবেন না। এই ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি। 

Advertisement

মাস দুই আগে শহরে ৫ মাসের এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়। মুম্বই থেকে সে এসেছিল কলকাতায়। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর এখন সে সম্পূর্ণ সুস্থ। সেই অভিজ্ঞতা থেকে চিকিৎসকরা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্যানেল টেস্টের পর সময়মতো ধরা পড়লে সঠিক চিকিৎসা হলে একেবারেই চিন্তার কিছু নেই। এবার চিনে এই ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় ভারতও সংক্রমণের আশঙ্কায় চিন্তিত। তার উপর কর্ণাটক, গুজরাটে তিন শিশু আক্রান্ত হওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ল।

শিশুর সুস্থতার রিপোর্ট।

এদিকে, রাজ্য়ের ৫ সরকারি হাসপাতাল ছাড়াও কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অবিলম্বে ফিভার ক্লিনিক খোলার কথা বলা হয়েছে। HMPV-র মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসার করাতে হবে। প্রয়োজনে আইসোলেশনে রেখে চিকিৎসা করতে হবে। কর্ণাটক, গুজরাটের পর পশ্চিমবঙ্গেও সংক্রমণের খবর মেলায় সতর্কতায় বাড়তি নজর দিয়েছে আইসিএমআর। বলা হচ্ছে, দু-তিনদিন ধরে জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টের মতো  সমস্যা থাকলে চিকিৎসক দেখান। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতাতেও ঢুকে পড়ল HMPV! আক্রান্ত শিশুর চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ সে।
  • তার শরীরে চিনা প্রজাতির ভ্যারিয়েন্ট ছিল কি না, প্যানেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Advertisement