সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফুটবলের রাজপুত্র লিও মেসি। মেসিয়ানায় মজেছে উত্তর থেকে দক্ষিণ। যুবভারতী ক্রীড়াঙ্গনে উপচে পড়ছে মেসি ভক্তদের ভিড়। এই আবহে শনিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় যান নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। আগেই শুক্রবার একটি নোটিস জারি করা হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে।
আজ, শনিবার সকাল ৬টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনমুখী গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পণ্যবাহী গাড়িগুলিকে প্রয়োজন মতো ঘুরিয়ে দেওয়া হবে জানিয়েছিল কলকাতা পুলিশ। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ চলবে। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ইএম বাইপাসে সায়েন্স সিটির কাছে পানামা আইল্যান্ড থেকে উল্টোডাঙা উড়ালপুল পর্যন্ত উভয় দিকে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ হবে। প্রয়োজন পড়লে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে।
আরও জানানো হয়েছে, চাউলপট্টি রোড এবং গগন সরকার স্ট্রিটের সংযোগস্থল থেকে ইএম বাইপাস পর্যন্তও পণ্যবাহী গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। বেলিয়াঘাটা মেন রোড এবং সিআইটি রোডের সংযোগস্থলের রাস্তাতেও যান নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি ফুলবাগান ক্রসিং ও ইএম বাইপাসের মাঝে নারকেলডাঙা মেন রোডেও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ হবে। মূলত পণ্যবাহী যানগুলিকেই নিয়ন্ত্রণ করা হবে। তবে বিশেষ প্রয়োজন পড়লে অন্যগাড়িগুলিকেও নিয়ন্ত্রণ করা হতে পারে।
শুক্রবার ভোররাতে শহরে পা রাখেন ফুটবলের রাজপুত্র লিও মেসি। প্রায় ভোররাতেও মেসিকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। এমনিতে মেসির কলকাতা পা রাখার কথা ছিল দেড়টা নাগাদ। কিন্তু নির্ধারিত সময়ের বেশ খানিক্ষণ পর মেসির বিমান নামে কলকাতায়। রাত ২টো ২৬ মিনিট নাগাদ তাঁর বিমান নামে। বিমানবন্দর থেকে বেরোতে ৩টে পেরিয়ে যায়। মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। শীতের রাতে বড়দের সঙ্গে পাল্লা দিয়ে ছিলেন খুদেরাও।
