shono
Advertisement
Nipah Virus

রাজ্যে আরও দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপার উপসর্গ! আনা হল বেলেঘাটা আইডিতে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন নার্সের চিকিৎসায় নিযুক্ত ছিলেন এই দু'জন।
Published By: Subhankar PatraPosted: 03:07 PM Jan 14, 2026Updated: 03:21 PM Jan 14, 2026

রাজ্যে আরও দু'জনের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপসর্গ দেখা দিল। এই দুই জন বর্ধমান মেডিক্যাল হাসপাতালের নার্স ও হাউস স্টাফ। তাঁদের বেলেঘাটা আইডিতে নিয়ে আসা হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁরা দুই জনই হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন নার্সের চিকিৎসায় নিযুক্ত ছিলেন এই দু'জন। তাঁদের উপসর্গ দেখা দিয়েছে। তারপরই দুজনকে তড়িঘড়ি নিয়ে আসা হয়েছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে।

নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত বারাসতের দুই নার্স এখনও কোমায়! দু’জনেরই গ্লাসগো কোমা স্কেলের চোখ খোলা, মৌখিক প্রতিক্রিয়া ও মোটর রেসপন্স এই তিনটি সূচক ৫-এর নিচে রয়েছে। সিস্টার নার্সের অবস্থা বেশি আশঙ্কাজনক! পুণে এনআইভি থেকেও তাঁর রিপোর্টে নিপা পজেটিভ এসেছে বলেই জানা গিয়েছে।

নিপায় আক্রান্ত দু’জন স্বাস্থ্যকর্মী চাকরি করতেন যশোর রোডের বারাসত রথতলা সংলগ্ন বেসরকারি হাসপাতালে। কয়েক দিন আগে আক্রান্ত সিস্টার নার্স বাড়িতে গিয়েছিলেন। গত ৩১ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়েন। কাটোয়া হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। দুই দিন সেখানে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপতালে স্থানান্তরিত করা হয়। সেই সময়ই একজন হাউস স্টাফ ও নার্স তাঁর সংস্পর্শে আসেন। তাঁদের শরীরে উপসর্গ পাওয়া গিয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement