shono
Advertisement

Breaking News

UGC NET

বাংলায় প্রথম কাটোয়ার নিলুফা, মাস কমে দ্বিতীয় কলকাতার মেয়ে, নেটে বঙ্গের জয়জয়কার! শুভেচ্ছা মমতার

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Published By: Subhankar PatraPosted: 03:38 PM Jul 24, 2025Updated: 04:59 PM Jul 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউজিসি নেট পরীক্ষায় বাংলার জয়জয়কার। বঙ্গ থেকে বাংলা বিষয়ে ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া ১ র‍্যাঙ্ক অর্জন করেছেন কাটোয়ার নিলুফা খাতুন। অন্যদিকে জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিষয়ে সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতার রিক্তা চক্রবর্তী। এই সাফল্যে বাংলার দুই কৃতি সন্তানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'ইউজিসি নেটে বাংলায় ১০০ শতাংশ নম্বর পেয়ে ভারতে প্রথম স্থান অধিকারী কাটোয়ার নীলুফা ইয়াসমিনকে অভিনন্দন। গণযোগাযোগ ও সাংবাদিকতায় ভারতে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য কলকাতার রিক্তা চক্রবর্তীকেও অভিনন্দন জানাই। তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে।"

সর্বভারতীয় এই পরীক্ষায় বাংলা বিষয়ে প্রথম স্থান অধিকারী নিলুফা খাতুন কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দা। আগে দুই বার পরীক্ষায় বসেছিলেন এই মেধাবী ছাত্রী। আশানুরূপ ফল হয়নি। তবে হার মানেননি তিনি। ফের পরীক্ষায় বসে ভারতে সেরা কাটোয়ার মেয়ে। নিলুফার কথায়, "প্রথম দু'বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়িনি। জানতাম আমি পারব।" এই নজর কাড়া সাফল্যের পর তাঁর কী পরিকল্পনা? প্রশ্নের উত্তরে তিনি বলেন, " শিক্ষিকা হিসেবে গবেষণায় অবদান রাখতে চাই। উচ্চশিক্ষার জগতে কিছু অর্থবহ কাজ করতে চাই।" এদিকে মাসকমিউনিকেশন ও জার্নালিজমে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন, কলকাতার রিক্তা। কঠোর পরিশ্রমের পর এই ফলে খুশি তাঁর পরিবার থেকে প্রতিবেশীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউজিসি নেট পরীক্ষায় বাংলার জয়জয়কার। বঙ্গ থেকে বাংলা বিষয়ে ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া ১ র‍্যাঙ্ক অর্জন করেছেন কাটোয়ার নিলুফা খাতুন।
  • অন্যদিকে জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিষয়ে সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতার রিক্তা চক্রবর্তী।
  • এই সাফল্যে বাংলার দুই কৃতি সন্তানকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement