shono
Advertisement
Partha Chatterjee

শীতকালীন অধিবেশনে আদৌ যোগ দিতে পারেন পার্থ? বিধানসভার স্পিকার বলছেন...

'পোড়খাওয়া' এই রাজনীতিককে ফের দেখা যাবে রাজনীতির মঞ্চে?
Published By: Sayani SenPosted: 11:41 PM Nov 12, 2025Updated: 11:41 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় সাড়ে তিন বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে রয়েছেন তাঁর নাকতলার বাড়িতে। 'পোড়খাওয়া' এই রাজনীতিককে ফের দেখা যাবে রাজনীতির মঞ্চে? বিধানসভা নির্বাচনের আগে এই প্রশ্নই যেন এখন 'টক অফ দ্য টাউন'। পার্থর বর্তমানে মন্ত্রিত্ব আর নেই। তিনি শুধুমাত্র বেহালা পশ্চিমের বিধায়ক। তাই বিধানসভায় চাইলে যেতে পারেন পার্থ। এবার শীতকালীন অধিবেশনে যোগ দেবেন?

Advertisement

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মতে, চাইলে পার্থ চট্টোপাধ্যায় শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারেন। তিনি বলেন, "মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়নি। তাঁর বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া হয়নি। বিধানসভাতে চাইলে আসতে পারেন। বসতে পারেন। উনি আমাদের প্রবীণ সদস্য। আদালতে মামলা চলছে যেমন চলবে। বিধানসভা বিধানসভার নিয়মেই চলবে। শীতকালীন অধিবেশনে চাইলে আসতে পারেন। কোনও বিষয়ে বক্তব্য রাখতে চাইলে সুযোগ হলে আমি সুযোগ করে দেব। যেমন অন্যান্য বিধায়করা সুযোগ পান, তেমনই পাবেন উনি।"

গ্রেপ্তারির পরপরই দল তাঁকে সাসপেন্ড করে। সূত্রের খবর, তাই বিধানসভায় কোথায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বসতে দেওয়া হয়, স্বাভাবিকভাই তা নিয়ে প্রশ্ন উঠছে। বিধানসভার অধিবেশন কক্ষে স্পিকারের ডানদিকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। তারপর বৃত্তাকারভাবে বসেন শাসকদলের বিধায়করা। স্পিকারের বামদিকে বসেন বিজেপির বিধায়করা। তৃণমূল ও বিজেপির মধ্যবর্তী আসনে বসেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ফিরলে তিনি কোন আসনে বসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও শাসকদলের তরফে এবিষয়ে মুখ খোলেননি কেউ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পার্থর বর্তমানে মন্ত্রিত্ব আর নেই। তিনি শুধুমাত্র বেহালা পশ্চিমের বিধায়ক।
  • তাই বিধানসভায় চাইলে যেতে পারেন পার্থ।
  • বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মতে, "চাইলে পার্থ চট্টোপাধ্যায় শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারেন।"
Advertisement