shono
Advertisement

‘মা ক্যান্টিনে’র বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে জবাব তলব রাজ্যপালের, পালটা দিল তৃণমূল

অর্থদপ্তরের প্রধান সচিবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
Posted: 01:11 PM Dec 18, 2021Updated: 01:14 PM Dec 18, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরভোটের ঠিক আগের দিন ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar)। ‘মা ক্যান্টিনে’র বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের অর্থদপ্তরের প্রধান সচিবকে চিঠি পাঠালেন তিনি। আগামী ১ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। পুরভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যপাল এ কাজ করেছেন বলে দাবি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘মা ক্যান্টিন’ প্রকল্পের বাস্তবায়নে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ‘মা ক্যান্টিনে’ মাত্র ৫ টাকায় মেলে ভাত, ডাল, তরকারি এবং ডিমের ঝোল। দুস্থদের কথা ভেবে  করোনাকালে মাত্র ৫ টাকায় পেট ভরা খাবারের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। দিনকয়েক আগেও ‘মা ক্যান্টিন’ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ‘মা ক্যান্টিনে’র সংখ্যা আরও বাড়ানোর কথাও বলতে দেখা যায় তাঁকে। 

[আরও পড়ুন: বিদেশের মাটিতে ‘কাঁচা বাদাম’, ভুবন বাদ্যকরের গান নিয়ে রিমিক্স করলেন আফ্রিকার সংগীত পরিচালক]

এবার সেই প্রকল্পের বরাদ্দ নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ইতিমধ্যেই বরাদ্দ সংক্রান্ত প্রশ্ন তুলে অর্থ দপ্তরের প্রধান সচিবকে চিঠিও পাঠিয়েছেন তিনি। জবাব তলবের চিঠি পোস্ট করে শনিবার সকালে একটি টুইট করেন রাজ্যপাল। তাঁর দাবি, ১ এপ্রিল, ২০২১ থেকে প্রকল্প চালুর কথা ছিল। বাস্তবায়নে বরাদ্দ হয়েছিল ১০০ কোটি টাকা। কীভাবে দেড় মাস আগেই প্রকল্প চালু হল, সে প্রশ্ন তোলেন রাজ্যপাল। আগামী ১ সপ্তাহের মধ্যে জবাব তলব করা হয়।

রাজ্যপালের টুইট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চলছে জোর তরজা। রাজ্যপাল ‘মা ক্যান্টিন’ নিয়ে প্রশ্ন তুলে ভুল কিছু করেননি বলেই দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) রাজ্যপালের টুইটের তীব্র বিরোধিতা করেছেন। তাঁর দাবি, কলকাতা পুরভোটের আগে কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই একাজ করেছেন রাজ্যপাল। তৃণমূল নেতার মতে, “সাধারণ মানুষ চক্রান্তের জবাব রবিবার ভোটবাক্সে দেবেন।” দিনকয়েক আগেই পেগাসাস নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছয়। তথ্য চেয়েও পাননি বলেই অভিযোগ করেছিলেন তিনি। সংঘাতের আবহেই আবারও টুইটে তোপ দাগলেন রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকড়।

[আরও পড়ুন: মঞ্চে দাঁড়িয়েই কুস্তিগিরকে সপাটে চড় ফেডারেশন প্রধানের, ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement