shono
Advertisement
OBC Case

বাতিল ১১৩ সম্প্রদায়ের থেকেই ফের আবেদন গ্রহণ কেন? OBC মামলায় হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য

২০১০ সালের পরে রাজ্যের তৈরি ওবিসি তালিকা খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট।
Published By: Paramita PaulPosted: 07:53 PM May 06, 2025Updated: 07:55 PM May 06, 2025

গোবিন্দ রায়: ২০১০ সালের পরে রাজ্যের তৈরি ওবিসি তালিকা খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট। নতুন করে সমীক্ষা করে ওবিসি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কলকাতা হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্যের সমীক্ষা পদ্ধতি। আদালতের পর্যবেক্ষণ, যে ১১৩টি ওবিসি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দিয়েছিল হাই কোর্ট, নতুন সমীক্ষায় দেখা যাচ্ছে সেই বাতিল হওয়া সম্প্রদায়গুলি থেকেই ফের আবেদন গ্রহণ করেছে রাজ্য অন্যান্য অনগ্রসর শ্রেণি কমিশন। এমনকী, সমীক্ষার বিজ্ঞাপন নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement

বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখার মান্থার ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কীসের ভিত্তিতে খারিজ করে দেওয়া সম্প্রদায়গুলোর থেকেই আবেদন গ্রহণ করছে কমিশন? কমিশন নিজে কেন বিজ্ঞপ্তি জারি করেনি, তা নিয়েও আদালতে তাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এরপরই ডিভিশন বেঞ্চের নির্দেশ, এখনই বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে কমিশনকে। বিডিওদেরও নির্দেশ দিতে হবে। যার ভিত্তিতে সমীক্ষার জন্য নতুন নতুন সম্প্রদায়ের থেকে আবেদন গ্রহণের বার্তা থাকবে কমিশনের তরফে। এদের এই মামলায় ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস বিভাগকেও যুক্ত করে হাই কোর্ট।

এদিন কমিশন তাদের নতুন সমীক্ষা ত্রুটি মানতে না চাইলেও, পরে আংশিকভাবে আদালতের বক্তব্য মেনে নেয়। একই সঙ্গে তারা আবেদন করে, যাতে এখনই চলতি পদ্ধতিতে হস্তক্ষেপ না করে হাই কোর্ট। আপাতত আদালত তাদের এই কাজে হস্তক্ষেপ না করলেও, কি পদ্ধতিতে এই সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে, সে ব্যাপারে আগামী দিনে হলফনামা দিয়ে কমিশনকে জানাতে হবে হাই কোর্টের কাছে। ১৯ জুন পরবর্তী শুনানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১০ সালের পরে রাজ্যের তৈরি ওবিসি তালিকা খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট।
  • নতুন করে সমীক্ষা করে ওবিসি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল।
  • এবার কলকাতা হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্যের সমীক্ষা পদ্ধতি।
Advertisement