shono
Advertisement

H.S. 2024: আগামী বছর ফেব্রুয়ারিতেই উচ্চমাধ্যমিক, বদলাচ্ছে সময়, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি।
Posted: 01:05 PM May 24, 2023Updated: 02:00 PM May 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর এগিয়ে আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024)। অন্যান্য বছর মার্চ মাসে শুরু হয় দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে পরীক্ষা। বদলে যাচ্ছে পরীক্ষার সময়ও। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনই আগামী বছর সূচি জানিয়ে দিল সংসদ।

Advertisement

পরীক্ষা শুরু হচ্ছে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্যবার পরীক্ষা শুরু হত বেলা ১০টায়। এবার পরীক্ষা শুরুর সময় বদল হচ্ছে। শুরু হবে বেলা ১২টায়। শেষ হবে ৩টে ১৫ মিনিটে।

জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার পূর্ণাঙ্গ সূচিও।

  • ১৬ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
  • ১৭ ফেব্রুয়ারি- ভোকেশনাল বিষয়
  • ১৯ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা
  • ২০ ফেব্রুয়ারি- অর্থনীতি
  • ২১ ফেব্রুয়ারি- পদার্থবিদ্যা/পুষ্টিবিজ্ঞান/শিক্ষাবিজ্ঞান/অ্য়াকাউন্ট্যাসি
  • ২২ ফেব্রুয়ারি-কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যাপ্লিকেশন/পরিবেশ বিজ্ঞান/স্বাস্থ্য ও শারীরশিক্ষা/সংগীত/ভিজুয়াল আর্ট

 

 

  • ২৩ ফেব্রুয়ারি- কর্মাশিয়াল ল অ্য়ান্ড প্রিলিমিনারি অফ অডিটিং/দর্শন/সমাজবিদ্যা
  • ২৪ ফেব্রুয়ারি – রসায়ন/সাংবাদিকতা/সংস্কৃত/পার্সি/আরবী/ফরাসি ভাষা
  • ২৭ ফেব্রুয়ারি- গণিত/মনোবিজ্ঞান/অ্যানথ্রোপলজি/কৃষিবিদ্যা/ইতিহাস
  • ২৮ ফেব্রুয়ারি- জীববিজ্ঞান/বিজনেস স্টাডি/রাষ্ট্রবিজ্ঞান
  • ২৯ ফেব্রুয়ারি- স্ট্যাটিসটিক্স/ভূগোল/কস্টিং অ্য়ান্ড ট্যাক্সসেশন/হোম ম্যানেজমেন্ট 

এদিন সংসদের তরফে জানানো হয়েছে, আগামী বছর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি, প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব স্কুলগুলির। শুধুমাত্র বার্ষিক পরীক্ষার ফল সংসদের ওয়েবসাইটে আপডেট করে দিতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement