সরস্বতী পুজোর পর, আজও কিছুটা কমল তাপমাত্রা। সকালে শীতের আমেজ। সন্ধ্যা নাগাদও শীতের আমেজ পাওয়া যাবে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা কুয়াশা। তবে আগামিকাল রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে। ২৬ জানুয়ারি সোমবার ফের পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তাতে বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ।দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা। হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। মাঝারি কুয়াশা বা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আজ কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে। কাল সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। এক দু'ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, আগামী তিনদিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশা সতর্কবার্তা বেশি দার্জিলিং ও উত্তর দিনাজপুরে। এই দুই জেলা ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার সকাল পর্যন্ত এই সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
