ফের এক নাবালিকাকে অন্ধকার থেকে আলোয় ফেরাল পুলিশ! মায়ের অভিযোগের ভিত্তিতে বিহার থেকে এক নাবালিকাকে উদ্ধার করল টালিগঞ্জ থানার পুলিশ।। কাজের প্রলোভন দেখিয়ে সেখানে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, সেখানে জোর করে তাঁকে নাচের গ্রুপে নামানো হয়েছিল বলেও অভিযোগ। হোয়াটসঅ্যাপ লোকেশন ট্র্যাক করে ওই নাবালিকাকে উদ্ধার করে আনা হয়। শুধু তাই নয়, ঘটনায় অভিযুক্ত মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, আরও বেশ কয়েকজন কিশোরীকেও সেখান থেকে উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে শুরু হয়েছে ঘটনার তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জ থানায় বৃহস্পতিবার এক মহিলা অভিযোগ জানান, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। এমনকী কাজের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে বিহারে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এক মহিলা গোটা ঘটনার সঙ্গে যুক্ত বলেও অভিযোগে জানান। অভিযোগ পাওয়া মাত্র তদন্তে নামে টালিগঞ্জ থানার পুলিশ। যে মহিলা নিয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে, তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে ফোন সুইচ অফ পাওয়া যায়। কিন্তু হোয়াটস্যাপ অন ছিল। সেখান থেকে লোকেশন ট্র্যাক করে পুলিশ। বিহারের মতিহারীর ঠিকানা সামনে আসে। সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম বিহারে চলে যায়। আসানসোলে আর একটি টিম পাঠানো হয় বাকি তথ্যের জন্য।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে দুই জায়গায় পৌঁছেই একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। পরে ইস্ট চম্পারণের চিরাইয়ায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ওই নাবালিকা-সহ বেশ কয়েকজন কে উদ্ধার করা হয়।
জানা যায়, নিউ নিশা অর্কেস্ট্রা গ্রূপ নামে এক নাচের গ্রূপের নাম করে ওই নাবালিকা ও বাকিদের নিয়ে যাওয়া হয়েছিল। অভিযুক্ত মহিলাকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকা কে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্তকেও ট্রানজিড রেমান্ডে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
