shono
Advertisement
Border 2

ওপেনিংয়েই ছক্কা! 'ধুরন্ধর' রণবীর, 'ছাবা' ভিকিকে টপকে বিরাট ব্যবসা 'বর্ডার ২'-এর

পাকিস্তান বিরোধী প্লটের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর একাধিক দেশে নিষিদ্ধ হয়েছে ‘বর্ডার ২’। বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবে মুক্তি পাচ্ছে না সানি দেওল, আহান শেট্টি,, দিলজিৎ দোসাঞ্ঝদের সিনেমা।
Published By: Sulaya SinghaPosted: 11:44 AM Jan 24, 2026Updated: 12:02 PM Jan 24, 2026

সাধারণতন্ত্র দিবসের আগে মুক্তি পেয়েই বক্স অফিসে বিরাট লাফ বর্ডার ২-এর। দেশভক্তির কাছে কার্যত হার স্বীকার করে নিতে হল 'ধুরন্ধর' রণবীরকে। নস্ট্যালজিয়া উসকে সানি দেওল, বরুণ ধাওয়ানরা পর্দায় ফিরতেই রাজত্ব হারালেন 'ছাবা'ও। হিসাব বলছিল, মুক্তির দিনই চালিয়ে খেলবে বর্ডার-এর সিক্যুয়েল। অন্তত ৩০ কোটি টাকার ব্যবসা হাঁকাবে ছবিটি। সেই ভবিষ্যদ্বাণীর অন্যথা হল না। ওপেনিংয়েই 'ধুরন্ধর', 'ছাবা'কে টপকে বিজয়রথ ছোটাল অনুরাগ সিংয়ের ছবি।

Advertisement

মুক্তির দিন বক্স অফিসে কত ব্যবসা করেছে বর্ডার ২, তা এখনও নির্মাতাদের তরফে জানানো না হলেও, একটি ওয়েবসাইটের দাবি অনুযায়ী, প্রথম দিনই প্রায় ৩৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। গত বছর ভিকি কৌশলের সুপারহিট ছবি 'ছাবা'র প্রথম দিনের বক্স অফিসে আয় হয়েছিল ৩৩.১০ কোটি। অন্যদিকে হিন্দি ছবির অতীত সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া 'ধুরন্ধরে'র প্রথম দিনের ব্যবসা ছিল ৩৩.৬৯ কোটি। তবে গত বছরের দুই ব্লকবাস্টার সিনেমাকে পিছনে ফেললেও নিজের ছবিকে হারাতে পারেননি সানি দেওল। প্রথম দিনের ব্যবসার নিরিখে এখনও পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে 'গদর ২'। মুক্তির দিন যা ঝুলিতে ভরেছিল ৪০ কোটি টাকা। তবে পরিচালক অনুরাগ সিংয়ের আশা, আগামী তিনদিনে যাবতীয় রেকর্ড ভেঙে দেবে বর্ডার ২। কারণ শনি, রবির সঙ্গে সাধারণতন্ত্র দিবসের ছুটিতেও দেশাত্মবোধক এই ছবি নিয়ে আগ্রহ থাকবে সিনেপ্রেমীদের। নির্মাতাদের আশা, সোমবারই ১৫০ কোটির গণ্ডি টপকে যাবে ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধ অবলম্বনে তৈরি 'বর্ডার ২'।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এর মতোই পাকিস্তান বিরোধী প্লটের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর একাধিক দেশে নিষিদ্ধ হয়েছে ‘বর্ডার ২’। বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবে মুক্তি পাচ্ছে না সানি দেওল, আহান শেট্টি,, দিলজিৎ দোসাঞ্ঝদের সিনেমা। জানা গিয়েছে, নির্মাতারা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রিলিজের জন্য চেষ্টাও করেছিলেন। কিন্তু তাতেও হালে পানি পাওয়া যায়নি! সূত্রের খবর, একাধিক পাক-বিরোধী সংলাপের জেরেই মধ্যপ্রাচ্যের দেশগুলি ‘বর্ডার ২’ প্রদর্শনে নারাজ। যদিও এতে সিনেমার ব্যবসার উপর প্রভাব পড়বে না বলেই আশাবাদী নির্মাতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement