shono
Advertisement

Breaking News

Howrah Kamakhya Vande Bharat Sleeper Train

হাওড়া থেকে যাত্রা শুরু প্রথম বন্দে ভারত স্লিপারের, ঘণ্টাখানেকেই হাউসফুল ট্রেন

অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া এই ট্রেনের হাত ধরে বাড়ছে ভারতীয় রেলের আয়ও।
Published By: Sayani SenPosted: 07:43 PM Jan 23, 2026Updated: 07:43 PM Jan 23, 2026

হাওড়া থেকে যাত্রা শুরু হাওড়া-কামাক্ষ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের। শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ হাওড়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে আধুনিক এই ট্রেনটি যাত্রা শুরু করে। এদিকে, এই ট্রেনটির রিজার্ভেশন শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই বাজিমাত। সবকটি আসন রিজার্ভ হয়ে যায় বলেই রেল কর্তৃপক্ষ সূত্রে খবর। সুতরাং অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া এই ট্রেনের হাত ধরে বাড়ছে ভারতীয় রেলের আয়ও।

Advertisement

গত ১৭ জানুয়ারি, মালদা টাউন স্টেশন থেকে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৬ কোচের ট্রেনটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। ১৬টি কোচের মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি ২ টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। একসঙ্গে ৮০০-রও বেশি যাত্রী যাতায়াতের সুবিধা রয়েছে। শুধু তাই নয়, কবচ, এমার্জেন্সি টক ব্যাক সিস্টেমের মতো অত্যাধুনিক সমস্ত পরিষেবাই রয়েছে এই ট্রেনে। অত্যাধুনিক এই ট্রেনটির খাবার খরচ-সহ থার্ড এসির ভাড়া ২,৩০০ টাকা। সেকেন্ড এসির জন্য ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসিতে যাতায়াত করতে ৩,৬০০ টাকা খরচ পড়ছে যাত্রীদের।

দীর্ঘ এই যাত্রাপথে মোট ১৩ টি স্টেশনে দাঁড়াবে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার পরেই প্রথমে ট্রেনটি দাঁড়াবে ব্যান্ডেল স্টেশনে। এরপর নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদহ টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া হয়ে কামাখ্যা পৌঁছাবে। কামাখ্যা থেকে ছাড়ার পর একইভাবে এই স্টেশনগুলিতেই স্টপেজ দেবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি। সপ্তাহে ছ’দিন হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি চলবে হাওড়া এবং কামাখ্যার মধ্যে। হাওড়া স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রেনটি ছাড়বে। পরের দিন কামাখ্যা পৌঁছবে সকাল ৮টা ২০ মিনিটে। অন্যদিকে কামাখ্যা থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। হাওড়া পৌঁছাবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে। তবে কামাখ্যা থেকে বুধবার এবং হাওড়া থেকে বৃহস্পতিবার পাওয়া যাবে না ট্রেনটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement