shono
Advertisement
Assembly

পহেলগাঁও হামলার পর সেনাকে সম্মান, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় প্রস্তাব

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই প্রস্তাব আনবেন বলে জানিয়েছেন।
Published By: Sucheta SenguptaPosted: 04:56 PM Jun 05, 2025Updated: 07:27 PM Jun 05, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: গত মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের মৃত্যু, ভারতীয় সেনার অপারেশন সিঁদুর নিয়ে রাজ্য বিধানসভায় আগেই প্রস্তাবের কথা জানানো হয়েছিল। এবার তার দিনক্ষণ ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে, ১০ জুন সেনাকে সম্মান জানিয়ে প্রস্তাব পেশ হতে চলেছে বিধানসভায়। ওইদিন বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। তাঁর উপস্থিতিতে স্পিকার নিজেই প্রস্তাব আনবেন বলে জানিয়েছেন।

Advertisement

অধিবেশনের আগে তৃণমূল পরিষদীয় দলের বৈঠক বিধানসভায়। ছবি: পিন্টু প্রধান।

আগামী ৯ জুন, সোমবার দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। চলবে আগামী দু'সপ্তাহ। আর ১০ তারিখ গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হচ্ছে। জানা গিয়েছে, ১১ ও ১২ তারিখ স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপর আলোচনা হবে দু'ঘণ্টা ধরে। এনিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ''গুরুত্বপূর্ণ অধিবেশন আমরা শান্তিপূর্ণভাবে যেন করতে পারি। আমি সরকার আর বিরোধী পক্ষের কাছে সেই আবেদন করছি।'' এর আগে একাধিক অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনার সময় বিজেপি বিধায়কদের ওয়াকআউট করে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। তবে পহেলগাঁও আবহে সেনাকে সম্মান জানিয়ে রাজ্য বিধানসভায় যে প্রস্তাব আনা হবে, তাতেও যদি বিজেপি যোগ না দেয়, তাহলে তা নিন্দনীয় হবে নিঃসন্দেহে।

গত মাসেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৯ জুন থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশনে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে অপারেশন সিঁদুর নিয়ে প্রস্তাব আসছে। শাসকদল যদি প্রস্তাব না আনে, তাহলে নিজের ক্ষমতাবলে সেই প্রস্তাব আনবেন স্পিকার নিজে। তাঁর এই বক্তব্যের পর রাজনৈতিক মহল মনে করছিল, জাতীয়তাবাদ নিয়ে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল। ইতিমধ্যেই সভা, সমিতি, মিছিল মধ্যে দিয়ে জাতীয়তাবাদে অস্ত্রে শান দিয়েছে তারা। এবার বিধানসভায় সেই অস্ত্র আরও একবার প্রয়োগ করতে চায় রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার স্পিকারের বক্তব্যে আরও একবার তা স্পষ্ট হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুরে সেনাকে সম্মান জানাতে বিধানসভায় প্রস্তাব।
  • আগামী ১০ জুন বাদল অধিবেশনের সময় এই প্রস্তাব আনবেন স্পিকার।
Advertisement