shono
Advertisement

ক্রীড়া ক্ষেত্রে কৃতীদের সিভিক ভলান্টিয়ার পদে চাকরি, অভিনব উদ্যোগ রাজ্যের

এ পর্যন্ত মোট ৪ হাজার ৩২৪ জনকে নিয়োগ করা হয়েছে।
Posted: 08:34 PM Jul 25, 2023Updated: 08:34 PM Jul 25, 2023

গৌতম ব্রহ্ম: খেলাধূলায় সফল হলেই সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসাবে কাজের সুযোগ। নবীন প্রজন্মকে খেলাধূলায় উৎসাহ দিতে এমনই কর্মসংস্থানমুখী সিদ্ধান্ত নিয়েছে রাজ‌্য সরকার। যার সূত্র ধরে এবার সিভিক ভলান্টিয়ার হিসাবে নিযুক্ত হলেন আরও ৫৮ জন তরুণ ক্রীড়াবিদ। এই নিয়ে এখনও পর্যন্ত সিভিক ভলান্টিয়ার পদে নিযুক্ত হয়েছেন ৪,৩২৪ জন কৃতী ক্রীড়াবিদ! নবীন ক্রীড়া প্রতিভাদের ভাল কেরিয়ার গড়ে দিতে, রোজগারের নিশ্চয়তা প্রদান করতেই এই পদক্ষেপ! মঙ্গলবার টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisement

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নবীন প্রজন্মকে, বিশেষ করে দূর-দূরান্তের গ্রামের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে রাজ্য সরকার আয়োজন করছে বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান। জঙ্গলমহল কাপ (Jangal Mohol Cup), হিমালয়-তরাই-ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল, সুন্দরবন কাপ, সৈকত কাপ, কোচবিহার কাপ, খেত-নদী উৎসব, জলতরঙ্গ ক্রীড়া উৎসব, রাঙ্গামাটি ক্রীড়া উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার।

[আরও পড়ুন: মাত্র ৬ বছরেই ঠোঁঠস্থ প্রায় দুশো সামুদ্রিক প্রাণীর নাম! এশিয়া বুক অফ রেকর্ডসে দুর্গাপুরের খুদে]

সফল ক্রীড়াবিদদের রোজগার নিশ্চিত করতে কর্মসংস্থানের ব‌্যবস্থাও করেছেন। সেই কারণে ক্রীড়া উৎসবে সব জয়ী এবং রানার্স-আপদের সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার। এর ফলে একদিকে যেমন তরুণ প্রজন্ম খেলাধূলোয় উৎসাহিত হবে, তেমন গ্রামীণ এলাকায় কর্মসংস্থানেরও সুযোগ বৃদ্ধি পাবে। এই সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৬-১৭ থেকে এই ক্রীড়ানুষ্ঠানগুলিতে বিজয়ী এবং রানার্স-আপ ৪২৬৬-কে এবছর জুন পর্যন্ত বিশেষ ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ার হিসাবে নিয়োগ করা হয়েছে।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ স্কুল! ছুটির আনন্দে গঙ্গায় নামতেই ভয়ংকর কাণ্ড, তলিয়ে গেল ২ ছাত্র]

এখন রাজ্য সরকার জঙ্গলমহল কাপ, সৈকত কাপ এবং রাঙ্গামাটি ক্রীড়া উৎসবে আরও ৫৮ জন বিজয়ী এবং রানার্সআপ এই বিশেষ ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগে অনুমোদন দিয়েছে। সব মিলিয়ে মোট ৪৩২৪ জন বিজয়ী ও রানার্সআপকে স্পেশাল ক্যাটাগরিতে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করেছে রাজ‌্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement