shono
Advertisement
West Bengal Govt

রাজ্য সরকারি দপ্তরে ডিরেক্টরেট কর্মীদের পদোন্নতির সুযোগ, বদলি হবে অন্য দপ্তরেও

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন।
Published By: Sucheta SenguptaPosted: 03:05 PM Dec 25, 2025Updated: 03:06 PM Dec 25, 2025

স্টাফ রিপোর্টার: এবার বিভিন্ন সরকারি দপ্তরের ডিরেক্টরেটের কর্মীদেরও পদোন্নতির সুযোগ বাড়ল। বদলি করা যাবে অন্য দপ্তরে। ডিরেক্টরেটের কর্মীদের 'কমন ক্যাডার' তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে রাজ্য সরকারের সচিবালয়ের কর্মীদের মতো ডিরেক্টরেটের কর্মীরাও নানা সুযোগ-সুবিধা পেতে চলেছেন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের জেরে ডিরেক্টরেটের কর্মীদের পদোন্নতির সুযোগ বাড়ল। সেই ডিরেক্টরেটের কর্মচারীদের বিভিন্ন দপ্তরে বদলিও করা যাবে।

Advertisement

এতদিন পর্যন্ত নিয়ম ছিল, দপ্তরের ডিরেক্টরেটের অধীনে যে কর্মীরা চাকরি পেতেন, সেই ডিরেক্টরেটের সঙ্গে সারাজীবন তাঁরা চাকরি করতেন। অন্য দপ্তরে যেতে পারতেন না। ছোট ডিরেক্টরেটের ক্ষেত্রে পদোন্নতির সময় হলেও সেই সুযোগ তাঁরা পেতেন না। কিন্তু নতুন নিয়মে কোনও কর্মীর পদোন্নতির সময় হলেই নিজের ডিরেক্টরেটে সুযোগ না থাকলে অন্য কোনও দপ্তরে পদোন্নতি নিয়ে যেতে পারবেন এবং তা নিয়ন্ত্রণ কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। সরকারের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ডিরেক্টরেটের কর্মচারী উপকৃত হবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।

সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, ফেডারেশনের উদ্যোগে ডিরেক্টরেট কমন ক্যাডার গঠন সংক্রান্ত ফাইলে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারী দরদী। তা আরও একবার প্রমাণিত হল। একইসঙ্গে এদিন মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরের জন্য ১০টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের জন্য ৪ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও সাফ-গেমস, এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক খেলায় পদক জেতা খেলোয়াড়দের জন্য ১৭টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুডিশিয়াল আধিকারিকদের আবাসনের জন্য উপ-নিরাপত্তা আধিকারিক পদ তৈরিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিভিন্ন সরকারি দপ্তরের ডিরেক্টরেটের কর্মীদেরও পদোন্নতির সুযোগ বাড়ল।
  • বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
  • রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।
Advertisement