নিরুফা খাতুন ও অর্ণব আইচ: দোলের দিন হরিদেবপুরের রাস্তায় উদ্ধার এক মহিলার দেহ। আর তাতেই চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে হরিদেবপুর পুলিশ। দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
জানা গিয়েছে, হরিদেবপুরের জীবনমোহিনী ঘোষ পার্ক এলাকার রাস্তার পাশে মহিলার দেহ পড়েছিল। স্থানীয়রাই পুলিশে খবর দেন। প্রথমে পুলিশকে জানানো হয়েছিল মহিলা জ্ঞানহীন অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। দেহ উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ডালিয়া চক্রবর্তী। বয়স ৩০ থেকে ৩৫ বছর।
[আরও পড়ুন: অ্যাডিনো সংক্রমণে ভরসা জল আর প্যারাসিটামল, বার্তা ICMR-এর]
জানা গিয়েছে বছর ৩৫ ওই মহিলার বাড়ি নরেন্দ্রপুরে। পরিবার পক্ষ থেকে জানা গিয়েছে, সোমবার বিকেলে বাড়ি থেকে বের হন ডালিয়া। পাওনা টাকা আনতে যাচ্ছেন বলে বাড়িতে বলে যান। তবে কোথায়, কার কাছে পাওনা টাকা নিতে যাচ্ছেন, তা বলে যাননি। তবে কি টাকা নিয়ে কোনও গণ্ডগোলের জেরেই তাঁকে হত্যা? এই প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার গলায় একটি দাগ রয়েছে। মনে করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে মহিলাকে খুন করা হয়েছে। বাইরে কোথাও তাঁকে খুন করে হরিদেবপুরে রাস্তায় তাঁকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। মহিলার রহস্য মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর স্বামী রাহুল ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন পুলিশ।