অর্ণব আইচ: মধ্যরাতে কলকাতায় ভয়াবহ আগুন। তার জেরে প্রাণ গেল এক প্রৌঢ়ার। দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায় এই আগুন লাগে। কীভাবে আগুন লাগল, তাই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ওই মহিলার নাম বেবি মণ্ডল।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ গড়ফা এলাকার কালীতলা রোডের ওই বাড়িতে আগুন আগে। শীতের রাতে এলাকার সকলেই তখন ঘুমিয়ে কাদা। আগুন লাগার ঘটনা জানাজানি হতেই ছড়ায় আতঙ্ক। দ্রুত খবর দেওয়া হলে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বেবি মণ্ডল নামে মহিলা ওই বাড়িতে একাই ছিলেন। আগুন লাগার পরেও বাড়ির ভিতর থেকে তাঁর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়তে থাকে। গড়ফা থানার পুলিশও ঘটনাস্থলে যায়।
রাত দুটোর পরে ওই আগুন নিয়ন্ত্রণে এলে দমকল বাহিনীর কর্মীরা ওই বাড়ির ভিতর ঢোকেন। একতলার ঘরের ভিতর থেকে বছর ৬৫-এর ওই মহিলাকে উদ্ধার করা হয়। দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আগুনের ধোঁয়ায় দম আটকে মারা গিয়েছেন ওই মহিলা। প্রাথমিকভাবে সেই কথাই মনে করা হচ্ছে। কিন্তু কীভাবে এই আগুন লাগল? সেই বিষয়টিই এখন তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল। শটসার্কিট নাকি অন্য কোনও ঘটনা? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে।
গড়ফার ওই বাড়িতে মহিলা একাই ছিলেন বলে খবর। বছরের শুরুতেই মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।