shono
Advertisement
Bansdroni

'বন্ধু'কে ভিডিও বার্তার পরই আত্মহত্যা! বাঁশদ্রোণী থেকে উদ্ধার তরুণীর দেহ

পুলিশ সূত্রে খবর, রাহুল নামে একজনকে আত্মহত্যার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তরুণী।
Published By: Sucheta SenguptaPosted: 01:55 PM Sep 07, 2025Updated: 01:59 PM Sep 07, 2025

নিরুফা খাতুন: আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন! 'বন্ধু'কে বার্তা করে এমনই জানিয়েছিলেন বছর তেইশের তরুণী। বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান 'বন্ধু'। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। বাঁশদ্রোণীর বিবেকানন্দ পার্কের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তরুণীর দেহ। তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। তরুণীর ওই 'বন্ধু'কে জিজ্ঞাসাবাদ করে কিনারার চেষ্টায় তদন্তকারীরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টা নাগাদ। বাঁশদ্রোণী থানার পুলিশ খবর পায়, ৯/৬ ই, বিবেকানন্দ পার্কের বাড়ি থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় পুলিশ। দেখা যায়, নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ওড়না দিয়ে ঝুলছে ওই তরুণী। তা দ্রুত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতার নাম সুদীপ্তা মাইতি, বয়স মাত্র ২৩ বছর। তিনি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। কেন আচমকা তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও অজ্ঞাত।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেখানে রাহুল নামে এক যুবক উপস্থিত। জানা যায়, তিনি সুদীপ্তার 'বন্ধু'। পুলিশকে তিনি জানান যে সুদীপ্তা আত্মহত্যা নিয়ে তাঁকে একটি ভিডিও বার্তা করেছিলেন। তাতে উল্লেখ করেছিলেন যে তিনি নিজেকে শেষ করে দিতে চলেছেন। বার্তা পেয়েই ছুটে আসেন রাহুল। কিন্তু সুদীপ্তা ততক্ষণে যা করার, করে ফেলেছেন। ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তরুণীকে দেখতে পান রাহুল। এরপর পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু কী কারণে আচমকা এমন আত্মহত্যার সিদ্ধান্ত? 'বন্ধু' রাহুলই বা কে? প্রেমের সম্পর্কে জটিলতার কারণে কি নিজেকে শেষ করে দিলেন সুদীপ্তা? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। মেয়ের এহেন মৃত্যুতে পরিবারে স্বভাবতই শোকের ছায়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঁশদ্রোণীর বাড়ি থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ।
  • আত্মহত্যার সিদ্ধান্তের কথা জানিয়ে 'বন্ধু'কে ভিডিও বার্তা করেছিলেন তরুণী।
  • তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।
Advertisement