shono
Advertisement

Weather Update: আরও ‘উষ্ণ’পৌষ, এক রাতে ৩ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা।
Posted: 08:57 AM Dec 26, 2022Updated: 09:24 AM Dec 26, 2022

নিরুফা খাতুন: আরও উষ্ণ পৌষ। কলকাতায় এক রাতে আরও তিন ডিগ্রি বাড়ল তাপমাত্রার পারদ। রাজ্যের বাকি প্রত্যেকটি জেলার অবস্থাও প্রায় একইরকম। বঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। দাপট বজায় থাকবে কুয়াশারও।

Advertisement

গত সাত বছরে ‘উষ্ণ’ বড়দিনের সাক্ষী হয়েছে কলকাতা-সহ গোটা রাজ্য। রবিবার তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসের কিছুটা বেশি। এক রাতে তাপমাত্রার পারদ চড়ল আরও তিন ডিগ্রি। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯৬ শতাংশ। বুধবার পর্যন্ত একইরকম আবহাওয়া বজায় থাকবে বলেই মত হাওয়া অফিসের।

[আরও পড়ুন: ‘গলায় গামছা দিয়ে টাকা আদায় করা হবে’, দুর্নীতি নিয়ে TMC নেতাদের হুঁশিয়ারি সুশান্ত ঘোষের]

সোমবার উত্তরবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায়। মঙ্গলবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে কুয়াশার দাপট বজায় থাকবে আরও ৪৮ ঘন্টা। রবিবারের পর সোমবারও দৃশ্যমানতা এতটাই কমে যায় যে দমদম বিমানবন্দরে ব্যাহত হয় বিমান ওঠানামা। গঙ্গাসাগরে লঞ্চ পরিষেবায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তার ফলে পর্যটকরা বিপাকে পড়েন।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে বিপরীত ঘূর্ণাবর্ত। মঙ্গলবারের পর এটি ক্রমশ শক্তি হারাবে। গভীর নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি হারিয়ে এটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। আপাতত এটির অবস্থান শ্রীলঙ্কা। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘন্টায় তামিলনাড়ু উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টির সম্ভাবনা। কেরল সংলগ্ন উপকূলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার দাপট থাকবে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে। শৈত্যপ্রবাহ বজায় থাকবে আগামী ৪৮ ঘন্টা। আগামী ২৪ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া একই রকম থাকবে। তারপর থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৪৮ ঘন্টা একইরকম থাকবে আবহাওয়া। কোথাও কোথাও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা ফের কমবে। ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

[আরও পড়ুন: অন্তর্কলহে জর্জরিত বঙ্গ বিজেপির আর্থিক খরচেও নজরদারি, তৈরি কেন্দ্রীয় মনিটরিং টিম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার