shono
Advertisement

স্টেট ব্যাংকেও পোশাক ফতোয়া! হাফপ্যান্ট পরে ঢুকতে পারলেন না যুবক, ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়

খাস কলকাতায় ব্যাংকে পোশাক ফতোয়া নিয়ে দ্বিধাবিভক্ত নেটিজেনরা।
Posted: 11:25 AM Nov 21, 2021Updated: 11:26 AM Nov 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকেও পোশাক ফতোয়া! হাফপ্যান্ট পরে ব্যাংকে ঢুকতে গিয়ে বাধা পেলেন কলকাতারই বাসিন্দা এক যুবক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় (State Bank Of India) অ্যাকাউন্টের গ্রাহক তিনি। টুইট করে ক্ষোভপ্রকাশ করেন ওই যুবক। খাস কলকাতায় ব্যাংকে পোশাক ফতোয়া নিয়ে দ্বিধাবিভক্ত নেটিজেনরা।

Advertisement

ঠিক কী হয়েছিল? গত ১৬ নভেম্বর আশিস নামে কলকাতার বাসিন্দা এক যুবক একটি টুইট করেন। তাতেই বিস্তারিতভাবে তাঁর সমস্ত অভিযোগ উগরে দেন। আশিস জানান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক তিনি। কলকাতায় ওই ব্যাংকেরই একটি শাখা অফিসে হাফপ্যান্ট পরে ঢুকতে গিয়েছিলেন। কারণ, কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল না। তবে তাঁকে ব্যাংকে ঢুকতে বাধা দেওয়া হয়। ব্যাংকে ঢুকতে গেলে হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট পরতে হবে বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়। পোশাক ফতোয়াও কি ব্যাংকিং নীতির মধ্যেই পড়ে, সেই প্রশ্নই করেন আশিস।

[আরও পড়ুন: ‘লোকসভায় ৩-৪ আসন পাবে বিজেপি’, ফাঁস সৌমিত্র খাঁর বিস্ফোরক অডিও]

মাত্র কয়েকদিনের মধ্যেই তাঁর টুইটটি ভাইরাল হয়ে গিয়েছে। ব্যাংকের পোশাক ফতোয়া নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। নেটিজেনদের একাংশ, আশিসের মতোই রেগে গিয়েছেন। এহেন পোশাক ফতোয়ার তীব্র বিরোধিতা করেছেন অনেকেই। কেউ কেউ ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করার পরামর্শও দিয়েছেন।

তবে কেউ কেউ আশিসের তুলোধনাও করেছেন। তাঁদের মতে, ব্যাংক কর্তৃপক্ষ যা করেছে তা ভালই। কারণ, কোন ধরনের পোশাক কোথায় পরা যায়, সে সম্পর্কে সকলের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন বলেই মত কারও কারও। কেউ কেউ কটাক্ষ করে আশিসকে বলেছেন, “আপনি কি পোশাক পরছেন, তাতে ব্যাংক কর্তৃপক্ষের কিছুই যায় আসে না। তবে আপনার পোশাকের জন্য অন্য কেউ অস্বস্তিতে পরতে পারেন। সমাজে যখন বাস করেন, তখন সে বিষয়টিও আপনার খেয়াল রাখা প্রয়োজন।”

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পোশাক ফতোয়া নিয়ে নেটিজেনরা দ্বিমত। তবে ব্যাংক কর্তৃপক্ষকে উদ্ধৃত করা টুইটে পালটা কোনও উত্তর পাননি ওই যুবক।

[আরও পড়ুন: দিঘায় কাঁকড়া ভাজা খেয়ে বিপত্তি, প্রাণ গেল বেহালার পর্যটকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement